খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু
  বন্ধের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আজ জরুরী সিন্ডিকেট সভা আহ্বান

কয়রায় জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উদযাপন

কয়রা প্রতিনিধি

‘মুজিব বর্ষের সফলতা, ঘরে পাবেন সকল ভাতা’ এই পতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় র‍্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উদযাপিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে কয়রা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষে।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম শফিকুল ইসলাম। তিনি তার বক্তৃতায় বলেন, বর্তমান সরকার সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আর বলেন,বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি ভাতা, দুস্থদের জন্য ফ্রী ঔষধের ব্যাবস্থা সহ বেকারত্ব দুর করতে ক্ষুদ্র ঋণের ব্যাবস্থা সহ দুস্থ ও অসহায় মানুষের সেবা নিশ্চিতকল্পে কল্যাণমুখি বিভিন্ন কর্মসূচি চালু করেন। দেশের দারিদ্র্যের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনুর সঞ্চলনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম , সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা অনাথ বিশ্বাস, শেখ রাসেল ও অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকনুজ্জামান কাজল, সমাজ সেবা অধিদপ্তরের মামুন রেজা, আলমগীর হোসেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!