খুলনা, বাংলাদেশ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ৬ মে, ২০২৪

Breaking News

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
  রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

কৃষক হত্যা মামলায় একজনের আমৃত্যু ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে কৃষক চান্নু মিয়া হত্যার চাঞ্চল্যকর মামলায় একজনের আমৃত্যু, পাঁচজনের যাবজ্জীবন ও ১৭ জনের এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২২শে ফেব্রুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন।

মামলার সুত্রমতে জানা যায়, ২০০৭ সালের ৮ই এপ্রিল সদর উপজেলার করিমপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে কৃষক চান্নু মিয়াকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় পরদিন নিহতের পিতা শাহাদাত হোসেন বাদি হয়ে ৩০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে ওই বছরের ৩০ জুন ৩০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মামলার আসামি বজলু মিয়াকে আমৃত্যু, তফসের আলী, আব্দুল জলিল, তিতু, ইকতিয়ার ও আব্দুল আলিমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এ মামলায় আরও ১৭ জনকে ১ বছর করে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ জনকে খালাস দেয় আদালত।
মামলা চলাকালে মৃত্যুবরণ করায় ৪ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট নেকবার হোসেন জানান, ‘আমরা ন্যায়বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে ফের উচ্চ আদালতে আপিল করা হবে।’ রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এ্যাডভোকেট আব্দুল খালেক জানান, ‘এ হত্যার মামলা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আরও কঠোর শাস্তি আশা করেছিলাম। কিন্তু আদালত যা রায় দিয়েছেন তাতেও আমরা ও আমার বাদী পক্ষ খুশি হয়েছে। ’




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!