খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

কালিগঞ্জের বসন্তপুরের ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অফিস চলাকালীন অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এই বরখাস্তাদেশ প্রদান করেন।

জানা গেছে, নন্দলাল সরকার বসন্তপুরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অফিস চলাকালীন তার কক্ষে এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধারণকৃত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ঘটনাটি সরকারি চাকরি আইন ও বিধির পরিপন্থী হওয়ায় এবং অসদাচরণ ও অর্পিত দায়িত্বে চরম অবহেলার অভিযোগে নন্দলাল সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে উক্ত আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের গৌরচন্দ্র সরকারের ছেলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নন্দলাল সরকারের (৫৭) বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে। নন্দলাল সরকার উপজেলার কুশলিয়া ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে অফিসের পরিচ্ছন্নকর্মীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। সর্বশেষ বসন্তপূর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অবস্থায় এক নারীর সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন। এসব নানাবিধ অভিযোগের কারণে তাকে চাকরি থেকে স্বাভাবিকভাবে বরখাস্ত করা হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!