খুলনা, বাংলাদেশ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ৮ মে, ২০২৪

Breaking News

  প্রথম ধাপের উপজেলা ভোট শেষ, চলছে গণনা
  উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ : রিজভী
  তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

কলারোয়ায় স্কুলে ঢুকে প্রধান শিক্ষকের মাথা ফাটিয়ে দিল সন্ত্রাসীরা

কলারোয়া প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাসীরা এক স্কুলে ঢুকে স্কুলের প্রধান শিক্ষককে ধরে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত ওই শিক্ষককে এলাকাবাসী ও অন্যন্যে শিক্ষকরা উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের উত্তর বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আহত শিক্ষক শহিদুল ইসলাম (৪৮) উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের গোয়ালচাতর গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে। তিনি জালালাবাদ ইউনিয়নের উত্তর বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর দায়িত্বে রয়েছেন।

স্কুলের শিক্ষকদের দ্বন্দ্বের জের ধরে ওই হামলার স্বীকার হন তিনি বলে জানা গেছে।

ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান, প্রধান শিক্ষক আহসান উল্লাহ, সোহেল উদ্দীন, রুহুল আমিন, শহিদুল ও ফয়সাল জানান, খবর পেয়ে তারা আহত অবস্থায় উত্তর বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শহিদুল ইসলামকে উদ্ধার করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান জানান-তিনি খবর পেয়ে অন্যান্য স্কুলের শিক্ষকদের পাটিয়ে আহত শিক্ষক শহিদুল ইসলামকে উদ্ধার করেন।

তিনি আরো বলেন, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এর নির্দেশে ৩সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্ট পেলে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তারে প্রেরণ করা হবে।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস জানান, তদন্ত রিপোর্ট পেলে দোষি ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

থানার ডিউটি অফিসার বলেন, শিক্ষক হামলার ঘটনায় কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!