খুলনা, বাংলাদেশ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ৬ মে, ২০২৪

Breaking News

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
  রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

করোনামুক্তির প্রত্যাশায় দেশে দেশে নতুন বছরকে বরণ

আন্তর্জাতিক ডেস্ক

বদলে যাওয়া সময়ে, ভিন্নভাবে দেশে দেশে বরণ করা হয়েছে নতুন বছরকে। বর্ণিল আলোর ছটায় বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছর বরণ করে নিউজিল্যান্ড। এরপর বর্ষবরণের উৎসবে মাতে অস্ট্রেলিয়া। তবে এবার, উৎসব বাতিলের পাশাপাশি জনসমাগম বন্ধে কোথাও কোথাও জারি করা হয় রাত্রিকালীন কারফিউ। ২০২১ সালকে বরণ করেছে নিউ ইয়র্কবাসী। প্রতি বছর লাখো মানুষের উপস্থিতিতে নতুন বর্ষকে বরণ করলেও, বিধি নিষেধে এবার কিছু সামনের সারির কর্মী ও ভিআইপি অতিথি ছাড়া আর কেউ ছিলো না টাইম স্কয়ারের ১২০ বছরের ঐতিহ্য বল ড্রপ অনুষ্ঠানে। করোনা মহামারির কারণে সীমিত পরিসরেই নেচে-গেয়ে নতুন বছরকে বরণ করেন তারা।

এর আগে, বিশ্বে প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। জনসমাগম ও বাড়ির বাইরে উৎসব পালনে নিষেধাজ্ঞার মধ্যেই আলোর বন্যায় ভেসে যায় স্কাই টাওয়ার। এরপরই খ্রিষ্টীয় বর্ষবরণের উৎসবে মেতে উঠে অস্ট্রেলিয়া। প্রতি বছরের মতো সিডনি হারবারে ঐতিহ্যবাহী আতশবাজির আয়োজন ছিল এবারও। তবে করোনার কারণে বিধি-নিষেধ থাকায় উৎসবের রঙ ছিলো অনেকটাই ফিকে। মানুষের উপস্থিতি ছাড়াই হয় আতশবাজি।

করোনার উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে জমকালো আয়োজনে বরণ করা হয় নতুন বছর। বিশ্বের বিভিন্ন দেশে জনসমাগমে বিধিনিষেধ থাকলেও, সেখানে উল্টো চিত্র। নতুন বছরকে স্বাগত জানাতে শহরটিতে জড়ো হন হাজার হাজার মানুষ। এছাড়া ভিয়েতনাম, উত্তর ও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন জায়গায় নানা আয়োজনে নতুন বছর বরণ করে নেয়া হয়েছে।

নতুন বছর বরণ করতে দুবাইয়ের বুর্জ খালিফায় আতশবাজির আয়োজন করা হয়। পর্যটকদের জন্য উন্মুক্ত থাকায়, উপস্থিত হয়েছিলেন দর্শণার্থীরা। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও আতশবাজিতে স্বাগত জানায় নতুন বছরকে।

নতুন বছর উদযাপনে সবচেয়ে বেশি কড়াকড়ি ছিল ইউরোপে। নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় ছিলো না বড় ধরনের আয়োজন। জনসমাগম রুখতে ফ্রান্সে এক লাখের বেশি পুলিশ মোতায়েন করা হয়। জারি করা হয় রাত্রিকালীন কারফিউ। বন্ধ রাখা হয় বার, রেস্তোরাঁসহ বিনোদনকেন্দ্র।

এদিকে, জার্মানিতে সব ধরনের আশবাজি কেনাবেচা নিষিদ্ধ করা হয়। এছাড়া আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসসহ ইউরোপের অন্যান্য দেশেও নতুন বছরের আয়োজন ছিলো সীমিত।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!