খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  মানিকগঞ্জের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়িচাপায় দুই সবজি বিক্রেতা নিহত
  গাজীপুরের শ্রীপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
  চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু
  বন্ধের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আজ জরুরী সিন্ডিকেট সভা আহ্বান

এসএসসি শুরু রবিবার, খুলনায় দুটি নতুন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবার দুটি নতুন কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ নিয়ে জেলায় এসএসসিতে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দাঁড়াল ৫৮ টিতে। রোববার থেকে পরীক্ষা শুরু হচ্ছে। এবারের ৭টি বিষয়ের পরীক্ষা শেষ হবে ২৩ নভেম্বর।

নতুন কেন্দ্র দুটো হচ্ছে, দিঘলিয়া উপজেলার হাজী ছায়েমউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। খুলনার অন্য কেন্দ্রগুলো হচ্ছে জিলা স্কুল, দৌলতপুর মুহসিন, পাবলিক কলেজ, বঙ্গবাসী, নৌ-বাহিনী, গভঃ ল্যাবরেটরী, খুলনা সরকারী বালিকা, বয়রাস্থ সরকারী মডেল, হাজী ফয়েজউদ্দিন, সরকারী করোনেশন, সরকারী মডেল, ফাতেমা, বিকে ইউনিয়ন, খুলনা কলেজিয়েট, রোটারী মাধ্যমিক, পল্লী মঙ্গল, ইকবালনগর বালিকা, ইসলামাবাদ কলেজিয়েট, খালিশপুর মাধ্যমিক, আফিলুদ্দিন, দৌলতপুর মুহসিন বালিকা, আরআরএফ, খানবাড়ি মাধ্যমিক, চালনা বালিকা বিদ্যালয়, বাজুয়া ইউনিয়ন মাধ্যমিক, পাইকগাছা সরকারী, কপিলমুনি সহচরী, আর কে বি কে, চাঁদখালী মাধ্যমিক, গড়ইখালী মাধ্যমিক, কপিলমুনি মাধ্যমিক, বটিয়াঘাটা হেডকোয়াটার, খারাবাদ বাইনতলা, চক্রাখালী, ডুমুরিয়া এনজিসি ও এনসিকে, শাহাপুর মাধ্যমিক, দিব্যা পল্লী মাধ্যমিক, সাহস নোয়াকাটি, ফুলতলা রি-ইউনিয়ন, ক্যান্টনমেন্ট পাবলিক, জামিরা মাধ্যমিক, শিরোমনি মাধ্যমিক, কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বেলফুলিয়া ইসলামিয়া, শিয়ালী মাধ্যমিক, দিঘলিয়া এম এ মজিদ, সেনহাটি সরকারী, কয়রা মদিনাবাদ, আমাদী জায়গীরমহল, ভিকেএসএ গিলাবাড়ী, সুন্দরবন মাধ্যমিক, ইখুড়িকাটেঙ্গা, ডুমুরিয়া সরকারী বালিকা, কয়রা চান্নিচক কলেজিয়েট ও শলুয়া পূর্ণচন্দ্র মাধ্যমিক। জেলায় ২৬ হাজার ৬২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

দাখিল পরীক্ষায় ১৩টি কেন্দ্রে ৩ হাজার ৫০৫ জন ও এসএসসি ভোকেশনালে ১৮টি কেন্দ্রে ২ হাজার ৭৩০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এসএসসি পরীক্ষায় প্রথম দিনে পদার্থ ও দাখিল পরীক্ষায় কুরআন মজিদ ও তাজভিদ বিষয়ক পরীক্ষা অনুষ্ঠিত হবে। করোনা এড়াতে এবং সুষ্ঠু, শৃঙ্খল, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার জন্য ২৯ দফা নির্দেশনা দেয়া হয়েছে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!