খুলনা, বাংলাদেশ | ২৬ বৈশাখ, ১৪৩১ | ৯ মে, ২০২৪

Breaking News

  প্রথম ধাপের উপজেলা ভোট শেষ, চলছে গণনা
  উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ : রিজভী
  তেঁতুলিয়ার খয়খাটপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

ভোট গ্রহণে বিলম্ব : ইভিএম নিয়ে সিইসির উদ্বেগ

গেজেট ডেস্ক

রংপুর সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ বিলম্বিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ইভিএমে ভোট বিলম্বিত হচ্ছে, যে অভিযোগটা এর আগে আমরা কখনও পাইনি। এটা আমাদেরকে খুব উদ্বিগ্ন করে তুলল। আমরা গভীরভাবে চিন্তা করব। পরীক্ষা-নিরীক্ষা করে নিরূপণ করার চেষ্টা করব।’

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রংপুর সিটি করপোরেশন নির্বাচন-পরবর্তী সাংবাদিক ও পর্যবেক্ষকদের সাথে মতবিনিময়সভা শেষে তিনি এসব মন্তব্য করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সম্প্রতি রংপুরে সিটি করপোরেশনে যে নির্বাচনটি হয়েছে, সেটি সুষ্ঠু হয়েছে, অংশগ্রহণমূলক হয়েছে। কিন্তু গণমাধ্যমের সুবাদে আমরা কিছু অভিযোগ পেয়েছি। ভোটগ্রহণ মসৃণ হচ্ছে না, বিলম্বিত হচ্ছে বলে বড় ধরনের অভিযোগ ছিল। কোনো কোনো ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট মিলছিল না। এমন অভিযোগ এর আগে আমরা কখনো পাইনি। এটা আমাদেরকে খুব উদ্বিগ্ন করে তুলল।’

সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘এসব অভিযোগের প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচনে কাজ করা গণমাধ্যমকর্মী এবং আমাদের নির্বাচন কর্মকর্তা যারা রংপুর সিটি নির্বাচন পরিচালনা করেছেন তাদের নিয়ে আমরা একটা সভা আহ্বান করে মতামত গ্রহণ করব। আপনাদের মতামত পর্যালোচনার মাধ্যমে সংকটগুলো সমাধানের চেষ্টা করব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা টেকনিক্যাল এক্সপার্টদের সাথে কথা বলব, কেন বিলম্ব হলো, কেন ফিঙ্গারপ্রিন্ট মিলল না। ফিঙ্গারপ্রিন্ট না মেলার ঘটনাটি খুব বেশি ঘটেনি কিন্তু ভোটগ্রহণে বিলম্ব হয়েছে। বিলম্ব অনেক কারণেই হতে পারে। আমরা এখনো এই বিষয়গুলো সঠিকভাবে জানি না। এ জন্যই মাঠ পর্যায়ে আপনাদের অভিজ্ঞতা শুনতে কমিশনের পক্ষ থেকে মতবিনিময়সভার আয়োজন করা হয়েছে।’

সিইসি আরো বলেন, ‘আলাপ-আলোচনা করে সমস্যার সমাধান যতটা নিরূপণ করা সম্ভব আমরা চেষ্টা করব। আমরা চাই স্বচ্ছ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। সেখানে এই জিনিসগুলো আমাদের প্রত্যাশা। এ ব্যাপারে আপনারা আমাদের সব সময় সহযোগিতা করেছেন। সব সময় সহযোগিতা করবেন।’

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে রংপুর সিটি করপোরেশন নির্বাচন। বেলা সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ করার সময় নির্ধারিত থাকলেও ভোট শেষ হয় রাত ৮টায়। ফিঙ্গারপ্রিন্ট জটিলতা, ভোটের এডুকেশন (ইভিএম ব্যবহারে অভ্যস্ততা) ইত্যাদির জটিলতায় ভোটগ্রহণ বিলম্বিত হয়েছে বলে খবর প্রকাশ করে গণমাধ্যমগুলো। এ বিষয়ে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের নিয়ে মতবিনিময়সভার আয়োজন করে নির্বাচন কমিশন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!