অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। প্রথম সেমিফাইনালে নর্দার্ন টেরিটরিকে হারিয়ে ফাইনালে উঠেছে আকবর আলীর দল। স্বল্প পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিং নৈপূন্য দেখিয়ে ২১ রানের জয়ে ফাইনালের টিকিট পেয়েছে এইচপি। আরেক সেমিতে পাকিস্তান শাহিনসকে ৩০ রানে হারায় অ্যাডিলেড স্ট্রাইকার্স। দুই সেমিফাইনালে বিজয়ী দল চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে আজ দুপুর সাড়ে ১২টায়, মারারা ওভালে।
আগে ব্যাট করতে নেমে শুরুতেই জিশান আলমকে হারায় বাংলাদেশ। ৪ রানের বেশি করতে পারেননি এই ওপেনার। তিনে নামা তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে ১১ বলে আসে ১৬। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের সংগ্রহ ২৩ বল খেলে ১৭। আফিফ হোসেন ধ্রুব আজ রানের দেখা পেলেও ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারেননি বেশিদূর। ৪ বাউন্ডারির সাহায্যে তার রান ২২। অধিনায়ক আকবর আলী ৮ বল খেলে করেছেন ৩। তবে এদিন স্বস্তি এনে দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। আগের ম্যাচের জয়ের নায়ক মাহফুজুর রহমান রাব্বিও ছিলেন দুর্দান্ত। রাব্বি ব্যক্তিগত ২১ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও শামীম অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দলকে ২০ ওভারে এনে দেন ১৩৮ রান। শামীম হোসেনের ৪১ রানের ইনিংসই দলের পক্ষে সর্বোচ্চ।
রান তাড়ায় রয়েসয়ে শুরু করে নর্দার্ন টেরিটরি। পাওয়ার প্লেতে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। সপ্তম ওভারে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার ডার্সি শর্টকে ফেরান আলিস আল ইসলাম। ১৭ বলে ১৫ রান করেন শর্ট। দশম ওভারে পরপর দুই বলে জেইক ওয়েদারাল্ড ও লাচলান ব্যাংসকে আউট করেন রকিবুল। ২৯ বলে দলের সর্বোচ্চ ৩৪ রান করেন ওয়েদারাল্ড। ফিরতি ক্যাচ দেওয়া ব্যাংস রানের খাতা খুলতে পারেননি। দুই ওভার পর জোড়া আঘাত করেন রিপন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্থানীয় দলটি। শেষ দিকে ক্যালান ম্যালাডের অপরাজিত ১৯ রানের সৌজন্যে কোনোমতে একশ পেরোয় স্ট্রাইক। যা শুধু পরাজয়ের ব্যবধানই কমায়।
বল হাতে এদিন আগুনে ছিলেন পেসার রিপন মন্ডল। ৩৬ রান খরচায় দখলে নেন সর্বোচ্চ ৩ উইকেট। ৪ ওভারে ১১ ডট দেওয়া রাকিবুলের শিকার দুই উইকেট। আলিসও সমান ১১ ডটে প্রতিপক্ষকে করেছেন বিপর্যস্ত, তার ঝুলিতে ১ উইকেট।
খুলনা গেজেট/এনএম