খুলনা, বাংলাদেশ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ৭ মে, ২০২৪

Breaking News

  তৃতীয় টি-টুয়েন্টি : বাংলাদেশের দেয়া ১৬৬ টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে
  হজ ভিসা ইস্যুর মেয়াদ ১১ মে পর্যন্ত বৃদ্ধি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের : হাব
  টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে কাভার্ডভ্যান-ট্রা‌ক সংঘ‌র্ষে চালক নিহত

অভয়নগরে বিপুল পরিমাণ ককটেলসহ তৈরির উপকরণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগরে র‌্যাবের অভিযানে ৩০টি ককটেল ও বোমা তৈরির বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করা হয়েছে। শুক্রবার নওয়াপাড়ায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এর আগে অভয়নগরে বোমা তৈরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গোপান সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া পৌরসভার রাজঘাট মাছ বাজার এলাকার একটি পুকুরে অভিযান চালায় র‌্যাব। এসময় পুকুরের পানি নিস্কাশন করে ৩০টি ককটেল উদ্ধার করা হয়। পাওয়া যায় ব্যাগ ভর্তি মোবা তৈরির নানা উকরণ।

র‌্যাব যশোর-৬ এর কোম্পানি কমান্ডার এসপি মাহফুজুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ককটেল ও বোমা তৈরির উপকরণ নষ্ট করা হয়েছে। বিষয়টি সংবাদ সম্মেলন করে জানানো হবে। একটি সংঘবদ্ধ অপরাধী চক্র এ ঘটনায় জড়িত বলে র‌্যাব জানিয়েছে।

উল্লেখ্য, আগামী ২০ সেপ্টেম্বর নওয়াপাড়া পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ভোটকে কেন্দ্র নওয়াপাড়া উত্যপ্ত হয়ে উঠেছে। ইতিমধ্যে চলতি সপ্তাহে বোমা তৈরি করতে গিয়ে বিষ্ফোরণে সফিকুল ইসলাম শল্লা নামে এক যুবক নিহত হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!