খুলনা, বাংলাদেশ | ১৬ বৈশাখ, ১৪৩১ | ২৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে
  যশোরে গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু
  বান্দরবানের রুমা থানচি সীমান্তবর্তী এলাকায় দু’টি মরদেহ উদ্ধার
  দেশে আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি : আবহাওয়া অধিদপ্তর
  দুই আইনজীবির আদালত অবমাননার শুনানি পিছিয়ে ৩০ জুন : আপিল বিভাগ

অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫, পিস্তল ও গুলি উদ্ধার

গে‌জেট ডেস্ক

মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট হয়ে কাজ করার অভিযোগে শামীম হোসেন ওরফে বিজয় শেখসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোন, এজেন্ট সিম, বিভিন্ন সামগ্রী, একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

অনলাইন জুয়ায় এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে অস্ত্র নিয়ে তারা অবস্থান করছিলেন বলে জানা গেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে বিজয় শেখের বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের শাহজুল শেখের ছেলে বিজয় শেখ (২১), কোমরপুর গ্রামের বিল্লাল শেখের ছেলে প্রিন্স শেখ (৩৪), সিরাজুল ইসলামের ছেলে শাহিন রেজা (২৪), যশোরের কোতয়ালির আব্দুল খালেকের ছেলে রাজন হাসান (২৯) ও শফিকুল ইসলামের ছেলে আলামিন (৩১)।

মুজিবনগর থানার ওসি উজ্জল দত্ত বলেন, মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অনলাইন জুয়াড়ি বিজয় শেখের বাড়িতে অস্ত্র নিয়ে কয়েকজন অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের স্বীকারোক্তিতে বাড়ির সেপটিক ট্যাংক থেকে অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় সাদা রঙের একটি প্রাইভেটকার।

অনলাইন জুয়ার এজেন্ট বিজয় শেখকে ২০২২ সালের ৭ জুন প্রথমবার আটক করা হয়। দ্বিতীয়বার তাকে আটক করা হয়েছিল গত বছরের ১১ আগস্ট। কিন্তু কিছু দিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি আবার অনলাইন জুয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান বলেন, ‘তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য সেখানে অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন বলে জানতে পারে পুলিশ। তারা অনলাইন জুয়া ছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত । এ জন্য তাদের বিরুদ্বে অস্ত্র আইন ও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পর্যায়ক্রমে সব অনলাইন জুয়াড়িকে আইনের আওতায় এনে মেহেরপুর জেলাকে অনলাইন জুয়া মুক্ত করা হবে।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!