নগরীর দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ট্রাষ্টি বোর্ডের সেক্রেটারী, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য, মহিলা শাখা ও লিল্লাহ বোর্ডিংএর আহবায়ক এবং সিদ্দিকীয়া জামে মসজিদের উপদেষ্টা মরহুম আমিরুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, তিনি ছিলেন, একজন প্রচারবিমুখ, নিরহংকার, নির্লোভ, সদালাপী ব্যক্তি। তার মতো মানষিকতা নিয়ে দ্বীনি প্রতিষ্ঠানের খেদমতে সকলকে এগিয়ে আসা উচিত বলেও বক্তারা মনে করেন। শনিবার সকালে দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা কমিটির সভাপতি শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আলী আকবর টিপু। বিশেষ অতিথি ছিলেন, কেসিসির ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুর রহমান মনি। স্বাগত বক্তৃতা করেন, ট্রাষ্টের ভারপ্রাপ্ত সেক্রেটারী ও সিদ্দিকীয়া মহিলা কামিল মাদ্রাসা কমিটির আহবায়ক এসএম আজিজুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: ইদ্রিস আলী, তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল(ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এএফএম নাজমুস সউদ, টিটি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, সিদ্দিকীয়া সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারী গাজী আজমল হোসেন বাবুল, ট্রাষ্টের সদস্য আসিফ ইকবাল লিটন, এড. শেখ ওয়াহিদুজ্জামান মিথুন, আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের গল্লামারী শাখার ব্যবস্থাপক আব্দুল মান্নান, মাদ্রাসার শিক্ষক মাওলানা মনিরুজ্জামান, এসএম আব্দুল আজিজ, মরহুমের বড় ছেলে মো: মাসুম বিল্লাহ মিরাজ প্রমুখ।
স্মরণ সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: ইদ্রিস আলী।