খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে
খুলনায় বিএনপি’র বিভাগীয় সমাবেশ

শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের বিশিষ্টজন নিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে।

তিনি শনিবার (০৪ ফেব্রুয়ারি) খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন। নগরীর কেসিসি মার্কেটের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র চলে না কেন? এতো টাকা গেল কোথায়? যদি চুরি না করে থাকেন তাহলে সংসদে আইন পাস করলেন কেন? চুরি করছেন, সেই চোরের বিরুদ্ধে কথা বলা যাবে না।

তিনি বলেন, সংবিধান জনগণের জন্য, সংবিধান দেশের জন্য, সংবিধান কোনো চোরের জন্য না। সংবিধান কোনো লুটেরার জন্য না। এজন্য বলেছি ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের ইচ্ছা অনুযায়ী দেশের মঙ্গলের জন্য আমরা সংবিধান পরিবর্তন করব। পুরোটা না করি, কিছু কিছু আমাদের পরিবর্তন করতে হবে।

সমাবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হিসেবে সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং নতুন নির্বাচন কমিশনের অধীনে সবার অংশগ্রহণে জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি।

তিনি বলেন, আগামী ১১ ফেব্রুয়ারি শনিবার সারা দেশব্যাপী পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ আন্দোলন কর্মসূচি সরকারের বিরুদ্ধে এক দফার আন্দোলন।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ক্ষমতা ছাড়া তারা কিছু ভাবতে পারে না। ক্ষমতার জন্য তারা জন্মেছে, ক্ষমতার জন্য মরবে। আমরা যদি ঘুরে দাঁড়াই, তারা বাংলাদেশে থাকতে পারবে না। ১৪ বছর ধরে আন্দোলন সংগ্রাম করছেন আপনারা। এই সরকারের সময় বেশি নেই।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, শেখ হাসিনার দেশের প্রতি দরদ নেই। এই সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিনের ভোট রাতে কাটছে। খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তি চাইলে আন্দোলন করতে হবে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও অর্থনীতি ফিরিয়ে আনতে সংগ্রাম করতে হবে। এই সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মেহেদী আহমেদ রুমী, বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যাপক সোহরাব উদ্দিন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, চুয়াডাঙ্গা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবু, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সহ তথ্য গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিকী, যশোরের আহবায়ক অধ্যাপক নার্গিস ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, সাবেক এমপি মুজিবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য সাহারুজ্জামান মোর্তজা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি আলাউদ্দীন, নির্বাহী কমিটির সদস্য এডভোকেট সাবিরুল হক সাবু, মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলি আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, মেহেরপুর সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাতক্ষীরা আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন রুনু, খান রবিউল ইসলাম, আয়েশা সিদ্দিকা মানি, নড়াইল সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, যশোরের দেলোয়ার হোসেন খোকন, বাগেরহাটের আকরাম হোসেন তালিম, মাগুরা আহবায়ক আলী আহমেদ, যশোরের সদস্য সচিব সাবেরুল হক সাবু, চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, বাগেরহাটের এম এ সালাম, যুবদলের মহানগর সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, মেহেরপুরের জাভেদ মাসুল মিল্টন, কুষ্টিয়ার ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সেচ্ছাসেবক দল বিএনপি মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহীর, জেলা সভাপতি শেখ তৈয়েবুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক একরামুল হক হেলাল, কৃষক দল জেলা সভাপতি মোল্লা কবির হোসেন, শ্রমিক দল জেলা সভাপতি উজ্জ্বল কুমার সাহা, মহিলা দলের মহানগর সভাপতি আজিজা খানম এলিজা, কৃষক দলের মহানগর সভাপতি আক্তারুজ্জামান তালুকদার সজীব, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু ও মহানগর যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।

সকাল থেকে সমাবেশস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করে। বেলা ১১ টা থেকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের শিল্পীরা গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন। এরপর বেলা সোয়া ১২ টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কাজ শুরু হয়। জেলা ওলামা দল সভাপতি মাওলানা ফারুক হোসেন তেলাওয়াত করেন।

খুলনা গেজেট/এম এম/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!