খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

দেশের উন্নয়ন স্বাধীনতা বিরোধীদের সহ্য হয়না : স্বপন ভট্টাচার্য্য

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য এমপি বলেন, গত ১৪ বছরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও পাকিস্থানের চেয়ে মাথাপিছু আয়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে। বিগত সময়ে শিক্ষার্থীদের টাকা দিয়ে পাঠ্য বই কিনতে হতো। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বছরের প্রথম দিনে ৩৩ থেকে ৩৪ কোটি বই বিনামূল্যে শিক্ষর্থীদের হাতে তুলে দেওয়া হয়।

সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজের ২৫ বছরপূর্তি উপলক্ষে শনিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, ঝাউডাঙ্গা কলেজের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম শওকত হোসেন, ঝাউডাঙ্গা কলেজ গভর্নিং বডির সভাপতি আনিছউদ্দিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক হাসান মাহমুদ রানা।

প্রতিমন্ত্রী এ সময় আরো বলেন, আজকের এই আনন্দ উল্লাস কিছুই থাকতোনা। যদি জাতির জনক বঙ্গবন্ধু এদেশ স্বাধীন না করতো। সবই সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর জন্য। দেশের উন্নয়ন স্বাধীনতা বিরোধীদের সহ্য হয়না, তাই তারা আজো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!