খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান
  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

দিঘলিয়ায় রুপান্তরের ইন্টারেক্টিভ সভা

দিঘলিয়া প্রতিনিধি

শিক্ষা-সমতা-শান্তি এই শ্লোগানকে সামনে রেখে বেসরকারি সংস্থা “রুপান্তর” আয়োজিত এসডিজি বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল সাড়ে ১০ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়নে এর আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ মনিরুজ্জামান। সভায় স্বাগত বক্তৃতা প্রদান করেন প্রকল্পের সমন্বয়কারী এস এম মঞ্জুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রজেক্ট অফিসার বিপুল রায়, ধনঞ্জয় সাহা, ফ্যাসিলিটিটেটর ফাতেমা তুজ জোহরা টুম্পা, ফোরামের যুগ্ম আহবায়ক দিঘলিয়া ইউপি সদস্য হাফিজা খাতুন, যুগ্ম আহবায়ক মোঃ কামরুল ইসলাম, সদস্য সচিব ডাঃ সৈয়দ আবুল কাশেম, নির্বাহী সদস্য শেখ মোঃ শামীমুল ইসলাম, সদস্য মেহেদী হাসান, একরামুল হোসেন লিপু, শেখ রবিউল ইসলাম রাজিব, দিলীপ কুমার শীল, মোঃ আল আমিন মোল্যা, প্রাপ্তী রানী সরকার, আব্দুল কাদের মোড়ল, ইতি খাতুন, ফারজানা বিউটি, পাখি বেগম, ফাতেমা খাতুন, জেসিকা সুলতানা, ইসমাইল মল্লিক, মোঃ পারভেজ আলম, মোঃ সাইফুল ইসলাম, আফরোজা আক্তার আল্পনা, আসমা আক্তার চম্পা ও পাখি বেগম। দ্যা এশিয়ান ফাউন্ডেশন এবং ইউকেএইড এই প্রকল্পে সহায়তা করছে।

এসডিজি বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ প্রকল্পের উদ্দেশ্য হলো প্রান্তিক জনগণ কিভাবে টিকার সুযোগ পাবে, শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হলে শিক্ষা থেকে ঝড়ে পড়া শিশুদের শিক্ষাক্ষেত্রে সম্পৃক্তকরণ, বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ কিভাবে বৃদ্ধি করা যাবে? সামাজিক সুরক্ষার আওতায় সেবা সমূহ যেমন বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা ইত্যাদি সুবিধাপ্রাপ্তিতে সুবিধাভোগীদের প্রবেশাধিকার, যদি কোন দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি সেবা দিতে প্রস্তুত না থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট সেবা প্রাপ্তীতে কোথায় যোগাযোগ করা যাবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!