খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  ভিসা আবেদনের জন্য মার্কিন দূতাবাসে গেছেন খালেদা জিয়া
  ধর্মকে কেন্দ্র করে দেশে এমন উন্মাদনা দেখতে চাই না : মির্জা ফখরুল

আঁটসাঁট বোলিংয়ে উইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারের পর এবার ওয়ানডে সিরিজে উইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। রোববার গায়ানায় প্রথম ওয়ানডেতে ভালো শুরু পেয়েছে সফরকারীরা। টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে স্পিন আক্রমণ নিয়ে স্বাগতিকদের চেপে ধরেছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখার সময় ৪০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের সংগ্রহ ১৩৭ রান।

বোলিংয়ে এসে নিজের প্রথম বলেই উইকেট পান মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের ইনসুইং ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে বোল্ড আউট হন শাই হোপ। ফর্মে থাকা ডানহাতি এই ব্যাটার ফিরেছেন শূন্য রানে। পরের ওভারে ফিরতে পারতেন শামাহ ব্রুকসও। নাসুম আহমেদের গুড লেংথ ডেলিভারিতে লেগ বিফোরের ফাঁদে পড়েছিলেন ডানহাতি এই ব্যাটার।

জোরালো আবেদনে আউটও দিয়েছিলেন আম্পায়ার। তবে তৎক্ষণাৎ রিভিউ নেন ব্রুকস। আল্ট্রা এজে দেখা যায় ব্যাট প্যাডে আঘাত করায় স্পাইক হয়েছে। বল ব্যাট পার হওয়ার সময়ও আল্ট্রা এজে স্পাইক দেখা যায়। যে কারণে টিভি আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দেন। আম্পায়ারের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষ করে তামিম ইকবাল দুই আম্পয়ারের সঙ্গে তর্কে জড়ান।

এরপর কাইল মেয়ার্স ও ব্রুকস মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে সেটা দীর্ঘস্থায়ী হতে দেননি মেহেদি হাসান মিরাজ। ডানহাতি এই অফ স্পিনারের গুড লেংথ ডেলিভারিতে কভার দিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন মেয়ার্স। কিন্তু বাড়তি বাউন্স থাকায় বলের লাইন মিস করে বোল্ড হন ১০ রান করা বাঁহাতি এই ব্যাটার। মেয়ার্স ফেরার পর ব্রেন্ডন কিং ও ব্রুকস মিলে প্রতিরোধ গড়েন।

দ্রুত রান তুলতে না পারলেও উইকেট হারাননি তারা। তাদের দুজনের জুটি ভাঙেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের গুড লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে এনামুল হক বিজয়ের ক্যাচ দেন ৮ রান করা কিং। পরের বলে সাজঘরে ফেরেন ব্রুকসও। শরিফুলের ওয়াইড লাইনের লেংথ ডেলিভারিতে উইকেটকিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে ক্যাচ দেন ডানহাতি এই ব্যাটার। ধীরগতিতে ৬৬ বলে ৩৩ রান করেছেন ব্রুকস।

দুই বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন শরিফুল। বাঁহাতি এই পেসারের ফুলার লেংথ ডেলিভারি অনায়াসে খেলে তাকে হ্যাটট্রিক করতে দেননি রভম্যান পাওয়েল। এরপর বোলিংয়ে এসে পাওয়েলকে ফেরান মিরাজ। ডানহাতি এই অফ স্পিনারের গুড লেংথ ডেলিভারিতে খানিকটা টার্ন করে লেগ স্টাম্প বরাবর প্যাডে আঘাত করলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন পাওয়েল।

নাসুম আহমেদের করা ইনিংসের ২৭তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে পারতেন নিকোলাস পুরান। বাংলাদেশের ফিল্ডারদের জোরালো আবেদনে সাড়া দিয়ে আউট দিয়েছিলেন আম্পায়ার। যদিও ক্যারিবীয়রা রিভিউ নিলে দেখা যায় বল স্টাম্পের বাইরে হিট করেছে। ফলে সে সময় টিকে যান পুরান। এরপর পুরানকে রান আউট করে দিয়েছিলেন উইকেটকিপার সোহান। তবে আম্পায়ার তখন আউট দিয়ে দেয়ায় বল ডেড হয়ে গিয়েছিল বলে জীবন পান ক্যারিবীয় অধিনায়ক। যদিও পরের ওভারেই মিরাজ পুরানকে ব্যক্তিগত ১৮ রানে বোল্ড করে ফেরান।

আকিল হোসেনকে উইকেটে বেশিক্ষণ থিতু হতে দেননি মিরাজ। মুস্তাফিজুর রহমানের করা অফ সাইডের বাইরে বল পয়েন্টে ঠেলে দিয়ে এক রান নিতে চেয়েছিলেন রোমারিও শেফার্ড। যদিও সেখানে ফিল্ডিং করা মিরাজ ডিরেক্ট থ্রোতে স্টাম্প ভেঙে দেন। ফলে ৩ রান করা আকিলকে রান আউট হয়ে ফিরতে হয়েছে। ব্যক্তিগত ৪ রানে মুস্তাফিজের বলে লং অন দিয়ে উড়িয়ে মেরেছিলেন গুড়াকেশ মোতি। যদিও ব্যাটে-বলে ঠিক মতো হয়নি। সেখানে ফিল্ডিং করা শরিফুল ইসলাম ডাইভ দিলেও বল হাতে জমাতে পারেননি তিনি। এরপর বোলিংয়ে এসে ১৬ রান করা শেফার্ডকে আফিফের ক্যাচ বানিয়ে সেই ভুলের প্রায়শ্চিত্ত করেছেন শরিফুল। দুই বল পরে ৬ রান করা মোতিকেও আউট করেছেন তিনি।

 

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!