তাইজুলকে সঙ্গে নিয়ে দিনের শুরুটা ভালোই করেছিল ওপেনার জাকির হাসান। প্রথম ঘন্টার ১৫ ওভারে স্কোরকার্ডে ৩০ রান যোগ করলেও হারাননি কোনো উইকেট। প্রথম ঘন্টার হাসি উড়ে যায় দ্বিতীয় ঘন্টায় ৩ উইকেট হারিয়ে। ৯ রানে শেষ ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
শেষ পর্যন্ত ৪ উইকেটে ১১৫ রানে প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন সাকিব আল হাসান (৬) ও মুমিনুল হক (২)। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে এগিয়ে আছে ৪১৬ রানে। ফলোঅন এড়াতে তাই আরও ২১৭ রান করতে হবে বাংলাদেশকে।
দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
প্রথম ঘণ্টায় দারুণ ব্যাটিংয়ের পর পাঁচ ওভারের মধ্যে ৩ উইকেট হারাল বাংলাদেশ। জাকিরের পর শান্ত-তাইজুলকে হারিয়ে চাপে বাংলাদেশ। সিলেটের পর চট্টগ্রাম টেস্টেও ব্যর্থ অধিনায়ক শান্ত। জয়সুরিয়ার বলে মারতে গিয়ে করুনারত্নের ক্যাচ হয়ে ফেরার আগে ১১ বলে ১ রান করেন শান্ত। পরের ওভারেই বিশ্ব ফার্নান্দোর শিকার তাইজুলও। বাংলাদেশের নাইটওয়াচম্যানও হয়েছেন জাকিরের মতো বোল্ড। এতে শেষ হয় তাইজুলের ৬১ বলে খেলা ২২ রানের ইনিংসের।
১ উইকেটে ৯৬ থেকে ৪ উইকেটে ১০৫ রানে পরিণত হয়ে চাপে বাংলাদেশ। ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান মুমিনুল হক ও সাকিব আল হাসান। ৩৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৮ রান।
ফিফটির পর সাজঘরে জাকির
বিশ্ব ফার্নান্দোকে চার মেরে ৯৭ বলে ফিফটি পূর্ণ করেন জাকির হাসান। এটি তার ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। অন্য প্রান্তে তাইজুলকে নিয়ে এগোচ্ছিলেন জাকির। তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি টাইগার ওপেনার। বিশ্ব ফার্নান্দোর বলে বোল্ড হয়ে ৫৪ রানে থামলেন জাকির। তাতে ভেঙেছে তাইজুলের সঙ্গে ৪৯ রানের জুটি।
৩৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৬ রান। শান্ত ০ ও তাইজুল ৫১ বলে ১৪ রানে খেলছেন।
শ্রীলঙ্কার ব্যর্থ রিভিউ, বাংলাদেশের ভালো শুরু
লঙ্কান বোলিং আক্রমণের চ্যালেঞ্জ সামলে প্রতিরোধ গড়েছেন জাকির হাসান ও তাইজুল ইসলাম। পানি পানের বিরতির আগে প্রথম ঘন্টার ১৫ ওভারে কোনো বিপদ ঘটতে দেননি তারা। সাবধানী ব্যাটিংয়ে স্কোরবোর্ডে যোগ করেছেন ৩০ রান।
৩০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৮৫ রান। জাকির ৯৫ বলে ৪৯ ও তাইজুল ৪৩ বলে ৮ রানে খেলছেন।
এর আগে দিনের ষষ্ঠ ওভারে অল্পের জন্য জীবন পেলেন জাকির হাসান। লাহিরু কুমারার বলে জাকিরের ব্যাটের কোনায় লেগে চলে যায় দ্বিতীয় স্লিপে। যেখানে লুফে নেয় কামিন্দু মেন্ডিস। পরে টিভি আম্পায়ারের রিপ্লেতে দেখা যায় কামিন্দুর হাতে জমা পড়ার আগেই মাটি স্পর্শ করেছে বল।
জাকিরকে ফেরাতে মরিয়া শ্রীলঙ্কার একটি রিভিউ ব্যর্থ হয়েছে। বিশ্ব ফার্নান্দোর বলে ব্যাট চালাতেই সেটি উইকেটরক্ষকের গ্লাভসে জমা পড়ে। এরপর জোড়ালো আবেদনেও সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিলে দেখা যায় বল ও ব্যাটের মাঝে দূরত্ব ছিল স্পষ্ট। জাকিরের ব্যাট মাটিতে আঘাত করায় শব্দেই বিভ্রান্ত হন বোলার-ফিল্ডাররা। সে সময় ৪৮ রানে ছিলেন জাকির।
৪৭৬ রানে পিছিয়ে থেকে দিন শুরু বাংলাদেশের
চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বড় সংগ্রহের পর এবার ব্যাটিংয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। ১ উইকেটে ৫৫ রান নিয়ে সোমবার ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশ এখনও ৪৭৬ রানে পিছিয়ে। নিজেদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয় ৫৩১ রানে। ফলোঅন এড়াতে তাই আরও ২৭৭ রান করতে হবে বাংলাদেশকে।
জাকির হাসান ৩৯ বলে ২৮ ও নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম ৯ বলে ০ রানে অপরাজিত। আউট হওয়া একমাত্র ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় করেন ৪২ বলে ২১ রান।
খুলনা গেজেট/এনএম