খুলনা, বাংলাদেশ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত পাঁচ বছরের শিশুর মৃত্যু
  চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

লঙ্কানদের হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ওয়ানডেতেই জয়ের দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শান্ত-মিরাজদের অবিশ্বাস্য ব্যাটিং ধসের কারণে লঙ্কানরা ম্যাচটি জিতে নেয়। দ্বিতীয় ওয়ানডে জিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ২৪৯ রানের লক্ষ্য দেওয়ার পর তানভীর-শামীমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬ রানের জয় নিশ্চিত করে সিরিজে সমতা ফিরিয়েছে। এরপরই বড় সুখবরটি পেল বাংলাদেশ। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তারা এগিয়েছে এক ধাপ।

লঙ্কানদের সঙ্গে সাদা বলের এই সিরিজ শুরুর আগে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৭৬ রেটিং নিয়ে দশম স্থানে ছিল বাংলাদেশ। তখনই জানা যায়, টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার ভালো সুযোগ আছে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাত্র ১টি জয় পেলেই র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠবে তারা। গতকাল (শনিবার) রাতে লঙ্কানদের হারিয়ে মেহেদী হাসান মিরাজের দল সেটাই নিশ্চিত করল।

নয় নম্বরে ওঠা বাংলাদেশের বর্তমানে ওয়ানডের রেটিং পয়েন্ট ৭৮। তাদের চেয়ে এক রেটিং পয়েন্ট কম থাকায় দশ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া বাংলাদেশের কাছে হেরে লঙ্কানদের ১ ধাপ অবনতি হয়েছে। তারা নেমে গেছে ৫ম স্থানে, ওয়ানডেতে শ্রীলঙ্কার বর্তমান রেটিং পয়েন্ট ১০২। তারা পিছিয়ে পড়ার সুযোগে র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠেছে পাকিস্তান। তাদের রেটিং ১০৪।

গতকাল রাতে বাংলাদেশের ম্যাচ শেষেই আইসিসির দলীয় এই ওয়ানডে র‌্যাঙ্কিং হালনাগাদ করা হয়। যেখানে শীর্ষ তিনে যথারীতি অবস্থান করছে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর যথাক্রমে অবস্থান করছে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আটে অবস্থান করতে হবে। বিবেচনায় নেওয়া হবে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের অবস্থান। সরাসরি বিশ্বকাপে খেলতে ওই সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ে আটের মধ্যে জায়গা করে নিতে হবে শান্ত-মিরাজদের। অন্যথায় খেলতে হবে বাছাইপর্ব। যেখান থেকে আরও চারটি দল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয়ের পর সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। বাকি ম্যাচ জিতলেই তারা প্রথমবার লঙ্কান ভূমিতে ওয়ানতে সিরিজ জয়ের রেকর্ড গড়বে। এর আগের ৬টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকরা ৪ বার জিতেছে, (১-১) ড্র হয়েছে বাকি ২টি। তবে চলমান সিরিজ জিতলেও বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে আর আগাবে না। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের চেয়ে রেটিং পয়েন্টে ব্যবধান বাড়ানোর সুযোগ থাকছে তাদের সামনে। বর্তমানে দুই দলের রেটিং ব্যবধান মাত্র ১।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!