বাগেরহাটের মোরেলগঞ্জ চার দলীয় প্রাথমিক শিক্ষক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দ্যা লায়ন কিং ১-০ গোলে রয়েল বেঙ্গল টাইগারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকালে অম্বিকা চরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক কল্যাণ সমিতির আয়োজনে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এর আগে প্রথম ম্যাচে রয়েল বেঙ্গল টাইগার ২-০ গোলে লিজেন্ট এলিফ্যান্টকে এবং দ্বিতীয় ম্যাচে দ্যা লায়ন কিং ২-১ গোলে ব্রেভ ডিয়ারকে পরাজিত করে। খেলায় কল্যাণ সমিতির সদস্য ও সহকারি শিক্ষকরা অংশগ্রহণ করেন। খেলাটি দেখতে বিপুল দর্শকের সমাবেশ ঘটে।
খুলনা গেজেট/এমএম