খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের
  জুলাই-আগস্ট গণহত্যায় ১৩ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে; আনিসুল হকসহ ১৩জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে
  সোনারগাঁওয়ে টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
  আগামীতে সরকারের মেয়াদ হতে পারে চার বছর : আলজাজিরাকে ড. ইউনূস
নওয়াপাড়া পৌর নির্বাচন

মেয়র পদে ৯ ও কাউন্সিলর পদে ৭৮ জনের মনোনয়ন সংগ্রহ

অভয়নগর প্রতিনিধি

আগামী ১১ এপ্রিল রবিবার নওয়াপাড়া পৌরসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে গতকাল মঙ্গলবার ৮ম দিনে মেয়র পদে ১জন ও কাউন্সিলর পদে ২জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিন মেয়র পদে ১জন ও কাউন্সিলর পদের ৪জন প্রার্থি তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানান, মঙ্গলবার মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী মোঃ আলমগীর ফারাজী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে কোন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেনি। তবে সাধারণ আসনের কাউন্সিলর পদে ৬নং ওয়ার্ডের মোঃ মোস্তাক হোসেন ও ৯নং ওয়ার্ডের মোঃ আরাফাত আলী শেখ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিন মেয়র পদে এইচ এম মহসিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থি সুলতানা আরেফা ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ডের মো. আব্দুর রউফ মোল্যা, ৪নং ওয়ার্ডের মোঃ মেহেদী হাসান ও ৯নং ওয়ার্ডের মোঃ আব্দুল গফ্ফার তরফদার তাদের মনোনয়নপত্র সহকারী রিটার্নিং অফিসার বরাবর জমা দিয়েছেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার প্রথম দিন মনোনয়নপত্র সংগ্রহ করেন ২০জন, বুধবার দ্বিতীয় দিন সংগ্রহ করেন ১৯জন, বৃহস্পতিবার তৃতীয় দিন মেয়র পদে ২জনসহ কাউন্সিলর পদে ২১জন, শুক্রবার ৪র্থ দিন কাউন্সিলর পদে একজন, শনিবার ৫ম দিনে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি। ৬ষ্ঠ দিনে মেয়র পদে ২জনসহ কাউন্সিলর পদে ১১জন ও ৮ম দিন মঙ্গলবার ১জন মেয়রসহ ২জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এনিয়ে গত ৮ দিন মেয়র পদে ৯জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১১জন ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ৬৭জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন মেয়র পদে ১জন ও কাউন্সিলর পদে ৬জন প্রার্থী।

আগামী ১৮ মার্চ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ১১ এপ্রিল রবিবার ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!