খুলনা, বাংলাদেশ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  হত্যা মামলায় মমতাজ ৪ দিনের রিমান্ডে
  নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ফের বুধবার

যশোরে অস্ত্র মামলায় সন্ত্রাসী আকাশের ১৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে অস্ত্র ও গুলিসহ আটক সন্ত্রাসী শংকরপুরের আমজাদ হোসেন আকাশের ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন। এরপর তিনি আসামি আকাশকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আকাশ যশোরের যুবদল নেতা বদিউজ্জামান ধনী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সে শংকরপুর আশ্রম রোডের আব্দুল হাকিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৫ নভেম্বর ভোর সাড়ে চারটার দিকে ডিবির কাছে খবর আসে বেজপাড়া কবরস্থান এলাকার রাফাত নামে একজনের বাড়ির ছাদে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থান করছে। তাৎক্ষনিক ডিবির এসআই তোফায়েল আহমেদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে হাজির হন। তিনি হাতেনাতে সন্ত্রাসী ইয়াসিন আরাফাত ওরফে হুজুর ইয়াসিনকে আটক করে।

এ সময় ইয়াসিনের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও আকাশের কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও উদ্ধার হয়। যার মধ্যে তিন রাউন্ড গুলি ছিলো। এছাড়া তাদের কাছে থাকা ব্যাগ থেকে চারটি চাকু ও একটি ল্যাাপটপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন এসআই তোফায়েল আহমেদ। মামলাটি তদন্ত করে এসআই আবুল খায়ের মোল্লা ২০১৫ সালের ৩০ নভেম্বর আদালতে ওই দুইজনকে আসামি করে চার্জশিট জমা দেন। মামলা বিচারাধীন অবস্থায় ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে এ মামলার অপর আসামি হুজুর ইয়াসিন সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন। এ কারণে এদিন মামলার রায় ঘোষনার সময় বিচারক জুয়েল অধিকারী অস্ত্র রাখার অপরাধে আকাশকে ১০ বছর ও গুলি রাখার অপরাধে আরও সাত বছরের সর্বমোট ১৭ বছরের কারাদন্ডের আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান জানান, রায় ঘোষণার সময় আকাশ পলাতক ছিলেন। পরবর্তিতে জানা যায়, আরেকটি মামলায় আকাশ কারাগারে আটক রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে অস্ত্র মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!