যশোরের বাঘারপাড়ায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে জাহা বক্স (৬৫) নামে এক বৃদ্ধের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ মে) সকাল ১০টার দিকে উপজেলার জহুরপুর ইউনিয়নের তৈলকুপ গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, এদিন জাহা বক্স বাগানের আম পাড়ার পর ধোয়ার জন্য বাড়ির পাশে টিউবওয়েল পাড়ে যান। সেখানে তিনি লাল রঙের টেপ দিয়ে পেচানো একটি কৌটা পড়ে থাকতে দেখেন। কৌটাটি নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। এতে তার বাম হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে তিনি পড়ে যান। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
খুলনা গেজেট/এএজে