মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দেড়শ’ রানের পরে পঞ্চম উইকেট হারিয়ে চাপে আছে নিউজিল্যান্ড। শুরুতে চাপে পড়া দলকে হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল জুটি দিয়ে এগিয়ে নিচ্ছিলেন। ৪৯ রানে নিকোলস এবং পরেই রাচিন রবিন্দ্র ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে রেখেছে বাংলাদেশ। এরপর ৬৮ রান করে দলের হাল ধরে রাখা টম ব্লান্ডেলকে বোল্ড আউট করেন হাসান মাহমুদ। ফলে ৬ উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড ৩৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রানে ব্যাট করছে।
এর আগে টস জিতে ব্যাটিং নিয়ে বাংলাদেশের পেসারদের তোপে ৩৬ রানে ৩ উইকেট হারায় সফরকরাী দল। জোড়া উইকেট শিকার করেন মুস্তাফিজ। উইল ইয়ং (০) ও ফিন অ্যালেনকে (১২) তুলে নেন তিনি। এরপর ওয়ানডে অভিষিক্ত খালেদ আহমেদ ভাঙেন নিকোলস ও ব্লান্ডেলের ৯৫ রানের জুটি। তার আগে চ্যাড বোয়েসকে (১৪) ফেরান খালেদ।
চোট থাকায় আজকের ম্যাচের একাদশ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে ওয়ানডে দলে অভিষেক করা হয়েছে পেসার খালেদ আহমেদকে। যদিও এর আগে টাইগারদের হয়ে তিনি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন।
নুরুল হাসান সোহানকেও এই ম্যাচে রাখেনি টিম ম্যানেজম্যান্ট। দ্বিতীয় ওয়ানডের একাদশে আছেন হাসান মাহমুদ। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, নাসুম আহমেদ, খালেদ মাহমুদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলাস, টম ব্লান্ডেল, রাচিন রবিন্দ্র, কোলে ম্যাককনচি, ইশ শোধি, কাইল জেমিনসন, লকি লার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
খুলনা গেজেট/এমএম