খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রধান ফটকের সামনে ইকরা এন্টারপ্রাইজে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরের দল উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের শার্টারের ৫ টি অত্যাধুনিক তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ৫৫ হাজার টাকা, ভ্যান ও ইজিবাইকের ব্যাটারি, বিয়ারিংসহ বিভিন্ন মালামাল চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য সাড়ে ১১ লাখ টাকা।
এ ব্যাপারে ইকরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ তরিকুল ইসলাম খানজাহান আলী থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।
ইকরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ তরিকুল ইসলাম বলেন, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর সোয়া ৫ টার দিকে ৬ সদস্যের চোরের দল ৩ টনের একটি জ্যাক কার্ভাট ট্রাক নিয়ে আমার দোকানের সামনে এসে নামে। এরপর দোকানের ৫ টি অত্যাধুনিক তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। দোকানে থাকা নগদ ৫৫ হাজার টাকা, নতুন ১২ সেট ব্যাটারি যার আনুমানিক মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা, পুরাতন ৭ সেট ব্যাটারী যারা আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা, ৩৫০ পিচ ভ্যানের টায়ার যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা, ভ্যান এবং ইজিবাইকের মটর ৬ সেট যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা, ৫ কার্টুন বিয়ারিং যার আনুমানিক মূল্য ৯৬ হাজার টাকাসহ দোকানে থাকা অন্যান্য খুচরা মালামালসহ প্রায় সাড়ে ১১ লাখ টাকার মালামাল চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
এ ঘটনায় কুয়েট রোডে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে দুর্ধর্ষ এ চুরির ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
খানজাহান আলী থানা সূত্রে জানা যায়, পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ব্যাপারে গতকাল থেকেই পুলিশের বিশেষ একটি দল বিশেষ অভিযান পরিচালনা করছে।
খুলনা গেজেট/লিপু/এইচ