ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার খুলনায় এনটিভি ২৩ বর্ষে পদার্পণের ক্ষণ উদযাপিত হয়েছে।
পথশিশু নিয়ে কেককাটার এই অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম, খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ইটালি থেকে আগত ফাদার লুপি জ্যোতির কার্যনির্বাহী পরিচালক মহাসেনা রুনা, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। খুলনা সোনাডাঙ্গাস্থ সামাজিক সংগঠন জ্যোতি’র শিশুদের আবাসস্থলে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অতিথিরা সকলেই তাদের বক্তব্যতে এনটিভির এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, সমাজের অবহেলিত পথশিশুদের এভাবে সম্মানিত করা তাদেরকে আগামীর পথচলাতে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে আগত অতিথিদের প্রথমে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন জ্যোতি’র নির্বাহী পরিচালক মোহাসেনা রুনা। কেক কাটার পর পথশিশুদের কেক খাইয়ে দেন অতিথিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনটিভি’র খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়ব। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এনটিভি দর্শক ফোরাম এর আহবায়ক হুমায়ুন কবীর বাবুল।
পরে অতিথিদের সম্মানে পথশিশুরা গান ও নৃত্য পরিবেশন করেন। এনটিভি’র পক্ষ থেকে পরে পথ শিশুদের নিয়ে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়।
খুলনা গেজেট/এনএম