যশোরের চৌগাছায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে হঠাৎ সৃষ্ট ঘূর্ণীঝড়ের কবলে পড়ে নির্মানাধীন ছয়তলা ভবন থেকে নিচে পড়ে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া ব্যক্তির নাম নূরউদ্দীন (৫০)। তিনি পৌরসভার বিশ্বাস পাড়া মহল্লার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌগাছা পৌরসভার ৬ নং ওয়ার্ডে চৌগাছা-যশোর সড়ক সন্নিকটে বাকপাড়া মহল্লায় টেঙ্গুরপুর গ্রামের প্রবাসি আক্তার হোসেন ৬ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করছেন। বৃহস্পতিবার নির্মাণাধীন ওই ভবনের ৬ তলায় নূর উদ্দীন পাইপ লাইনের কাজ করছিলেন। এ দিন বিকালে সাড়ে ৩ টায় হঠাৎ আকাশ অন্ধকার হয়ে ঘূর্ণীঝড় শুরু হয়। এই অবস্থায় তিনি দ্রুত কাজ বন্ধ করে ভবনের ভিতরে চলে আসেন। এ সময় ঘরের ভিতরে অন্ধকার হওয়ায় নির্মনাধীন লিফটের ফাকা জায়গা দিয়ে অসাবধনতা বশত উপর থেকে নিচে পড়ে যান।
স্থানীয়রা দ্রুত তাকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মারাত্মক আহত নূরউদ্দীনকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। যশোরে নেয়ার সময় প্রতিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন।
৬নং ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমান বলেন, প্রয়োজনীয় কাজে চৌগাছার বাইরে আছি, তবে মৃত্যু বিষয়টি শুনেছি। হঠাৎ ঝড়ের কারনেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
চৌগাছা থানা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/ এএজে