খুলনা, বাংলাদেশ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আজ পবিত্র আশুরা
  ভানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
  গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬

যশোরে ছিনতাইকালে আটক ৩, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ছিনতাই করার সময় তিন যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনগণ। এ সময় তাদের কাছ থেকে দেশি অস্ত্র, ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ভাতুড়িয়া গ্রামের কবির হোসেন পেশায় বেকারির ডেলিভারি ম্যান। তিনি বাইসাইকেলে মালামাল সরবরাহ করেন। কাজ শেষে শুক্রবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে ফিররছিলেন। পথে দাড়িয়াপাড়া গ্রামে পৌঁছালে একটি অটোরিকশায় ছিনতাইকারীরা তার গতিরোধ করে। এরপরে তারা দেশি অস্ত্র দেখিয়ে কবিরের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় কবির হোসেন চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তিনজনকে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদের কাছ থেকে একটি হাসুয়া, মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত অটোরিক্সা জব্দ করে।

আটককৃতরা হলো, শহরের রেলগেট পশ্চিমপাড়ার শাহজাহান কবিরের ছেলে লিয়ন, চোরমারা দিঘীরপাড় এলাকার সরোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন ও রেলগেট পশ্চিম পাড়ার জিন্নাতের ছেলে মোহন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই তপন কুমার পাল জানান, কবির হোসেন নিজে বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।

আটককৃতরা পেশাদার ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!