পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে মালয়েশিয়ায় পাড়ি জমানো যশোরের শার্শার যুবক রনি (২৬) এবার বাড়ি ফিরবেন নিথর দেহে। শনিবার (৫ জুলাই) সকালে মালয়েশিয়ার শ্রীরামবাং শহরে নির্মাণ কাজের সময় এক ভয়াবহ দুর্ঘটনায় তিনি প্রাণ হারিয়েছেন।
রনি যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের বিএনপি নেতা মাহমুদ সরদারের ছেলে।
শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে রনি মালয়েশিয়ার শ্রীরামবাং শহরের একটি নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন। এসময় হঠাৎ করেই ভবনের ওপর থেকে একটি ভারী ক্রেনের চেইন ছিঁড়ে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সহকর্মীরা মোবাইল ফোনে দেশে খবর জানানোর পর মুহূর্তেই রনির পরিবারে শোকের মাতম শুরু হয়।
ছেলের মৃত্যু সংবাদ পেয়ে রনির মা কান্নায় ভেঙে বলেন, অভাবের সংসারে একটু শান্তি আনতে আমার রনি মালয়েশিয়া গিয়েছিল। কত স্বপ্ন, কত আশা ছিল আমাদের। কিন্তু এখন সেই স্বপ্নই আমার বুক ভেঙে দিয়ে গেল। ফোনে জানলাম, আমার বুকের ধন আর নেই, একটা ক্রেন আমার ছেলেকে কেড়ে নিয়েছে। আমি সরকারের কাছে শুধু একটাই মিনতি করি, আমার ছেলের নিথর দেহটা যেন একবার চোখে দেখতে পাই। ও তো শুধু স্বপ্ন দেখতে গিয়েছিল, কফিন হয়ে ফিরবে তা কখনও ভাবিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে রনি মালয়েশিয়ায় গিয়েছিলেন। সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। শুরু থেকেই তিনি সংসারের হাল ধরতে কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন। দুর্ভাগ্যবশত, সেই পরিশ্রমেরই মাশুল দিতে হলো তাকে জীবন দিয়ে।
কায়বা ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, রনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কাজ করছিলেন। সকালে তার মৃত্যুর সংবাদ পেয়েছেন। স্থানীয় প্রবাসী এবং পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাজিব হাসান বলেন, রনির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দ্রুতই মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।
খুলনা গেজেট/এএজে