খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে
পাইকগাছায় জামায়াতের কার্যালয় উদ্বোধন

স্বৈরাচার শেখ হাসিনা ৭০০ বছরের রেকর্ড ভেঙেছে : মাওলানা আজাদ

গেজেট ডেস্ক 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, মানব ইতিহাসে দেশ ছেড়ে পালিয়ে যায় এরকম নজির এই উপমহাদেশে ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয় ঘটনা। স্বৈরাচার শেখ হাসিনা ৭০০ বছরের রেকর্ড ভেঙেছে। এ দেশের মানুষের মৌলিক অধিকার হরণ, হত্যা, গুম, কুরআন-হাদিস পোড়ানো, ইসলামকে ধ্বংস করে দেওয়ার মতো অসংখ্য অপরাধ করেছে শেখ হাসিনার সরকার। এত বেশি অপরাধ করেছে তার বিচার আল্লাহ করেছেন। শুধু ক্ষমতাই কেড়ে নেননি তাদেরকে হেনস্তার চরম পর্যায়ে পৌঁছে দিয়েছেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী জালিম শাসকের নানামুখী ষড়যন্ত্র মোকাবিলা করে আজকে এই পর্যন্ত এসেছে। বিগত ১৬ বছর আমাদের কোনো নেতা-কর্মী একত্রিত হয়ে কথা বলতে পারেনি। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে আমরা একত্রিত হতে পারছি। আজ এ থেকে শিক্ষা নিয়ে আগামীতে আমাদের আরও বেশি বেশি কাজ করতে হবে। আমাদের এখন আর বিশ্রামের সময় নেই, কেন্দ্র থেকে শুরু করে বিভাগ, জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডসহ পাড়া-মহল্লার প্রত্যেক কমিটির সদস্যকে আদর্শবান মানুষ হতে হবে। শনিবার (২ নভেম্বর) বিকেলে খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৬ নং লস্কর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এসময় পাইকগাছা উপজেলা আমীর সাইদুর রহমান, লস্কর ইউনিয়ন আমীর মোজাফফর হোসেন, আব্দুল খালেক, দ্বীন ইসলাম, মাওলানা আব্দুস সবুর, আফসার উদ্দিন ফিরোজী, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আরও বলেন, গত ১৬ বছর ধরে অন্যায়ভাবে নেতা-কর্মীদের গ্রেপ্তার করে আমাদের ওপর জুলুম করেছে। দীর্ঘদিন পর আজ আমরা আবারও এখানে একত্রিত হয়েছি। আল্লাহ তায়ালা জালিমদের ধরেছে, এখন তারা পালিয়ে বেড়াচ্ছে। আজকে অফিস উদ্বোধন করা হলো, এখন থেকে উপজেলা ও ইউনিয়নের সকল পর্যায়ের নেতা-কর্মীরা নিয়মিত অফিসে আসবেন, বসবেন, আল্লাহ তায়ালার দিন প্রতিষ্ঠায় কাজ করবেন। কুরআন-হাদিস নিয়ে গবেষণা করবেন। সর্বশেষে আল্লাহ তায়ালার দ্বীনকে বিজয়ী করতে সকলকে কাজ করার আহবান জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!