যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী ইসলাম রাজনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সফি কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক শেখ ইমামুল কবীর। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী আহাদুর রহমান মামুন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জাকির হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক খন্দকার আল ইমরান, ছাত্রলীগ নেতা সুজন পাটোয়ারী, মির্জা তমাল, মামুন অর রশিদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা ফিরোজ খান, জিহাদ কামাল জিতু, অর্ক বিশ্বাস প্রমুখ।
সভা সঞ্চালনা করেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিলন কুমার ম-ল। বক্তারা পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখে বলেন, মেহেদী ইসলাম রাজনের উপর চিহ্নিত হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল নওয়াপাড়া বাজার প্রদক্ষিন করে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে উপজেলার ধোপদী নতুন বাজারে ইমরান মেডিক্যাল হলে ওষুধ কিনছিলেন নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী ইসলাম রাজন। এসময় ধোপাদী মধ্যপাড়ার ওমর আলী ফকিরের ছেলে একাধিক মামলার আসামি আবু সুফিয়ানসহ অজ্ঞাতনামা ৮/১০ জন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে। এক পর্যায়ে ‘নেতা হইছো, লোক বেশি হয়ে গেছে’ বলে আবু সুফিয়ান তাকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। ঘটনার পর ওই রাতে মেহেদী ইসলাম রাজন অভয়নগর থানায় হামলাকারীদের নামে লিখিত অভিযোগ করেন।
খুলনা গেজেট/ এসজেড