রাজপথের ত্যাগী ও পরীক্ষিতদের বাদ দিয়ে অর্থ বাণিজ্যের মাধ্যমে আওয়ামীলীগ সমর্থিতদের অন্তর্ভুক্ত করে যশোরের মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছে পদবঞ্চিত নেতারা। বৃহস্পতিবার (১৮মার্চ) বিকেলে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া।
একই অভিযোগ এনে মণিরামপুর বিএনপি’র অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করা হয়। এমনকি সদ্য ঘোষিত কমিটিকে অবৈধ ও পকেট কমিটি উল্লেখ করে বিভিন্ন ধরনের শ্লোগান দেয় বিক্ষুব্ধরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক নাজমুল হক লিটন, সাবেক পৌর সভাপতি আবু জাফর প্রমুখ।