খুলনা, বাংলাদেশ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ৭ মে, ২০২৪

Breaking News

  তৃতীয় টি টোয়েন্টি : জিম্বাবুয়েকে ৯ রানে হারালো বাংলাদেশ
  হজ ভিসা ইস্যুর মেয়াদ ১১ মে পর্যন্ত বৃদ্ধি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের : হাব
  টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে কাভার্ডভ্যান-ট্রা‌ক সংঘ‌র্ষে চালক নিহত

সুপার টুয়েলভ খেলতে দুবাইয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

সুপার টুয়েলভের ম্যাচগুলো খেলতে শুক্রবার দুবাই পৌঁছেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় দুবাই পৌঁছেছে দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শেষ হয়েছে বাংলাদেশের গত বৃহস্পতিবার। বাছাইপর্ব উৎরে যাওয়ায় এবারে টাইগারদের লক্ষ্য সুপার টুয়েলভ।

সুপার টুয়েলভের ম্যাচগুলো খেলতে শুক্রবার দুবাই পৌঁছেছেন সাকিব-রিয়াদরা। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ছয়টায় দুবাই পৌঁছেছে দল। সুপার টুয়েলভে বাংলাদেশের ঠাঁই হয়েছে এ-গ্রুপে। যেখানে বাংলাদেশকে লড়তে হবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।পাশাপাশি বাছাইপর্বের এ-গ্রুপ থেকে সম্ভাব্য গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও থাকবে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে।

বাছাইপর্বে স্কটল্যান্ড তিন ম্যাচ জিতে নেয়ার গ্রুপ রানার্স আপ হয়েই বিশ্বকাপের মূল পর্বে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২৪ অক্টোবর শ্রীলঙ্কার (সম্ভাব্য) বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের মূল পর্বের লড়াই।

বাংলাদেশের সুপার টুয়েলভের সূচি:

২৪ অক্টোবর বিকেল ৪টা- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (যদি শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন হয়)

২৭ অক্টোবর বিকেল ৪টা- বাংলাদেশ বনাম ইংল্যান্ড

২৯ অক্টোবর বিকেল ৪টা- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

২ নভেম্বর বিকেল ৪টা- বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা

৪ নভেম্বর বিকেল ৪টা- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!