সুন্দরবন থেকে পাচারের সময় দুটি তক্ষকসহ ৪ চোরাকারবারীকে আটক করেছে বনবিভাগ। বুধবার বনের ভেতরে ভদ্রা নদীর মাঞ্চির ভাড়ানী এলাকায় অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১০ ইঞ্চি দুটি তক্ষক, দুটি নৌকা, ২০ মিটার বেন্দি জাল, ১টি খাতলা জালসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটক আসামিরা হলেন পাইকগাছার উত্তর গড়ের আবাদ এলাকার মামুন বিল্লাহ, মুরসালিন ও লিয়াকত মোল্লা, গড়ইখালী গ্রামের রমজান মল্লিক।
সুন্দরবনের কালাবগী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, বনের ভেতরে নিষিদ্ধ ভদ্রা নদীর মাঞ্চির ভাড়ানী এলাকায় অভিযান চালিয়ে ২টি তক্ষকসহ নৌকা, অবৈধ বেন্দিজাল ও অন্যান্য মালামালসহ ৪ জন আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
খুলনা গেজেট/হিমালয়