খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

সিরাজের বোলিং তোপে ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

চলমান এশিয়া কাপের ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। রোববার (১৭ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ সিরাজের অগ্নিঝরা বোলিংয়ে বীভৎস শুরু পায় লঙ্কানরা। এদিন ভারতের এই পেসার যেন লঙ্কানদের জন্য অতিমানবীয় হয়ে দাঁড়িয়েছিল।

সিরাজের ৬ উইকেটে ১৫.২ ওভারে ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। নিজেদের ক্রিকেট ইতিহাসে এর আগে সর্বনিম্ন ৪৩ রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে তাদের। এশিয়া কাপের অষ্টম শিরোপা জয়ের জন্য ভারতের প্রয়োজন ৫১ রান।

রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা-ভারত। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ভরাডুবি হয়েছে শ্রীলঙ্কার। মোহাম্মদ সিরাজ এবং হার্দিক পান্ডিয়ার তোপে মোটে ১৫ ওভার ২ বল খেলতে পেরেছে তারা। তাতে ৫০ রানে অলআউট হয়েছে দাসুন শানাকার দল।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ভারতীয় পেসারদের তোপে দিশেহারা হয়ে পড়ে লঙ্কানরা। প্রথম ওভারেই জাসপ্রীত বুমরাহর বলে আউট হন কুশল পেরেরা। ইনিংসের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। 
 
ম্যাচটা পুরোপুরি একপেশে হয়ে যায় শ্রীলঙ্কান ইনিংসের চতুর্থ ওভারে। সিরাজের এই এক ওভারে লঙ্কানদের ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় ভারত। এই ওভারে লঙ্কানদের ৪ টপ অর্ডার ব্যাটারকে ফেরান মোহাম্মদ সিরাজ, তছনছ করে দেন তাদের ব্যাটিং লাইন। 
 
ওভারের প্রথম বলে শুরুটা পাথুম নিসাঙ্কাকে দিয়ে। অফ স্ট্যাম্পের বাইরের লেন্থ বল হালকা ঠেলে দিতে গিয়ে জাদেজার হাত ধরা পড়েন লঙ্কান ওপেনার। পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ব্যাটিং করা সাদিরা সামারাবিক্রমাকে ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ করেন সিরাজ। 
 
সামারাবিক্রমাকে আউট করার পরের বলেই চারিথ আশালঙ্কাকে ফিরিয়েছেন সিরাজ। তৈরি করেছিলেন হ্যাটট্রিকের সুযোগও। তবে সেই বলে আবার চার খেয়ে বসেন ডানহাতি পেসার। কিন্তু ওভারের শেষ বলে ঠিকই আবার উইকেট নিয়ে নেন সিরাজ, এবার ধনঞ্জয়া ডি সিলভা। 

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!