খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড
জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভায় সিদ্ধান্ত

সিনিয়র ডিভিশন ফুটবল লীগ শুরু এ মাসেই

ক্রীড়া প্রতিবেদক

২৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর এর মধ্যে যে কোন দিন শুরু হবে খুলনার বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগ। শনিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। ইতোমধ্যে লীগে অংশগ্রহণকারী ১৬টি দলের রেজিস্ট্রেটশন সম্পন্ন হয়েছে।

জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলি ও লীগ কমিটির চেয়ারম্যান সুজন আহমেদসহ সকল ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ। সকল খেলা খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদ ১৫ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত জেলা স্টেডিয়াম ফুটবল এ্যসোসিয়েশনকে বরাদ্দ দিয়েছে।

লীগে অংশ নেয়া ১৬টি দলকে ৪টি গ্রপে ভাগ করা হয়েছে। ‘ক গ্রুপ’ আবাহনী ক্রীড়া চক্র, দিঘলিয়া ওয়াইএমএ, ডুমুরিয়া তরুন সংঘ ও এসবিআলি ফুটবল একাডেমি। ‘খ গ্রুপ’ ইয়ং বয়েজ ক্লাব, টাউন ক্লাব, উইনার্স ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। ‘গ গ্রুপ’ মোহামেডান স্পোটিং ক্লাব, লিটন স্মৃতি সংসদ, শেখ কামাল স্মৃতি সংসদ ও মহেশ্বরপাশা ক্লাব। ‘ঘ গ্রুপ” ইয়ং রেডসান ক্লাব, উল্কা ক্লাব, বলাকা স্পোটিং ক্লাব ও মৌসুমি একাদশ। ৪ গ্রপের ৪ শীর্ষ দল সুপার লীগে অংশ নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। ৪ গ্রপের ৪ নিম্ন দল রেলিগেশন খেলবে। পয়েন্ট তালিকার নিম্ন দল অবনমীত হবে। আগামী ১৬, ১৭ ও ১৮ অক্টোবর দল দল অনুষ্ঠিত হবে এ্যসোসিয়েশনের অস্থায়ী কার্যালয় নগরীর ৮, পিসি রায় রোডস্থ গফ্ফার টাওয়ারের ২য় তলায় আমিন-সামিন শিপিং লাইনের সভা কক্ষে। বহিরাগত ৮জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। মাঠে খেলতে পারবে ৪জন। বিদেশী খেলোয়াড় গ্রহণযোগ্য নহে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!