স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, সাবেক হুইপ প্রয়াত এস এম মোস্তফা রশিদী সুজা ও পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আ’লীগ নেতা গাজী মোহাম্মদ আলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪ টায় পাইকগাছা উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি এড. সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগ নেতা ও বিএমএ’র দপ্তর সম্পাদক ডাঃ শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আ’লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মুনসুর আলী গাজী ও হেমেশ চন্দ্র মন্ডল।
স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, এস এম শামছুর রহমান, এম এম আজিজুল হাকিম, এড. শেখ আবুল কালাম আজাদ, পরেশ মন্ডল, দীপংকর মন্ডল, স্বেচ্ছাসেবকলীগ নেতা জি এম কামরুল হাসান, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য সেবানন্দ রায়, সুজন রায়, মোঃ রফিকুল ইসলাম, বাশারুল ইসলাম বাচ্চু, প্রভাষক বজলুর রহমান, অসিত মন্ডল, অমল রাজ মন্ডল, জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়, প্রসুন কুমার সানা, পার্থ প্রতিম চক্রবর্তী, এস এম সাব্বির হোসেন, রাফেজ ইসলাম, তাজুল ইসলাম বাপ্পি, মোঃ মাসুদ পারভেজ রাজু, রায়হান পারভেজ রনি, সুমন। আলোচনা সভা পুর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ রায়সুল ইসলাম।
অপরদিকে জেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক, সাবেক হুইপ জননেতা প্রয়াত এস এম মোস্তফা রশিদী সুজা এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে পাইকগাছা উপজেলা আ’লীগ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি এড. সোহরাব আলী সানা। সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু অনুষ্ঠানটি পরিচালনা করেন।
খুলনা গেজেট/এনএম