খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে আন্ত:কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় এর আয়োজক। ১২টি কলেজ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল গফ্ফার ও জাবি পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) শফিকুল করীম। স্বাগত ভাষণ দেন মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক মো. রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ বি এম ইকবাল আনোয়ার।
অভিনয়ে ওমর ফারুক ও রাকিবুল (বিএল কলেজ) প্রথম, দিশা সরকার (সাতক্ষীরা কলেজ) দ্বিতীয়, ঈশান (কেশবচন্দ্র কলেজ) তৃতীয়, উপস্থিত বক্তৃতায় আব্দুল্লা বুখারী (বিএল কলেজ) প্রথম স্থান, ইমরান আহমেদ (ক্যান্ট: কলেজ যশোর) দ্বিতীয়, রাজিয়া সুলতানা (সাতক্ষীরা কলেজ) তৃতীয়, দেশাত্ববোধক গানে অনিষা রায় (সাতক্ষীরা কলেজ) প্রথম, তমা বিশ্বাস (অলমডাঙ্গা কলেজ) দ্বিতীয়, অর্পিতা দে (সোহরাওয়ার্দি কলেজ মাগুরা) তৃতীয়, লোকগীতিতে রঞ্জিতা সরকার (সাতক্ষীরা কলেজ) প্রথম, রজত মন্ডল (শাহাপুর মধুগ্রাম কলেজ) দ্বিতীয়, তমা বিশ্বাস (অলমডাঙ্গা কলেজ) তৃতীয়, নজরুল গীতিতে অর্পিতা দে (সোহরাওয়ার্দি কলেজ মাগুরা) প্রথম, অনিষা রায় (সাতক্ষীরা কলেজ) দ্বিতীয়, মঈনুদ্দিন (ভিক্টোরিয়া কলেজ) তৃতীয়, ফারজানা রোদসী (খুলনা মহিলা কলেজ) প্রথম, তাশনিম আক্তার (যশোর মহিলা কলেজ) দ্বিতীয়, মোছাঃ রত্না খাতুন (সোহরাওয়ার্দী কলেজ মাগুরা) তৃতীয়, রবীন্দ্র সঙ্গীতে রিপা চন্দ্র (এমএম কলেজ) প্রথম, নুশরাত জাহান (চুয়াডাঙ্গা কলেজ) দ্বিতীয়, ইশরাত জাহান ইমু (বিএল কলেজ) তুতীয়, গণসঙ্গীতে রিপা চন্দ্র (এমএম কলেজ) প্রথম, মঈনুদ্দিন (ভিক্টোরিয়া কলেজ) দ্বিতীয় স্থান লাভ করে।
খুলনা গেজেট/এএজে