খুলনা, বাংলাদেশ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
  ২১ আগস্ট গ্রেনেড হামলা : আপিল বিভাগে ফের শুনানি ২৬ মে

অনৈতিক কাজ করলে বিএনপি থেকে বহিষ্কার: আজিজুল বারী হেলাল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কখনোই সন্ত্রাসী রাজনীতিতে বিশ্বাস করে না। বাংলার মানুষের প্রিয় মানুষ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আশির দশকে আন্দোলন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জিয়াউর রহমানের আদর্শের কথা আগেই বলেছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকেও আমাদের আন্দোলনের নেতৃত্ব এবং শিক্ষা দিচ্ছেন সেটা আমি আরও স্পষ্ট করে বলে দিতে চাই। বিএনপি একটি উদারনৈতিক শান্তিপ্রিয় রাজনৈতিক দল। আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাসী এবং আমরা শান্তির আন্দোলনের বিশ্বাস করি।’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল নৈহাটি ইউনিয়নের জাবুসা স্কুল মাঠে বৃহস্পতিবার (১৫ মে) বিকাল ৪টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতার পরিবর্তন শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবদল নয়, বরং রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন। তারেক রহমানের এই চেতনাকে ধারণ করে বিএনপি’র নেতাকর্মীদের মন মানসিকতা ও মনোজগতের পরিবর্তন আনতে হবে।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক ছাত্র-জনতার গণবিপ্লবসহ বিগত ১৫ বছরের ফ্যসিবাদ, স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে আন্দোলন সংগ্রামের আকাঙ্খা, চেতনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সর্বত্র শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে হবে। দখলবাজী, চাঁদাবাজী, দুর্নীতি, সন্ত্রাস আওয়ামী রাজনৈতিক সংস্কৃতি। বিএনপি’র রাজনীতির অভিধানে এসবের স্থান নাই। বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে। বিএনপি’র নাম ভাঙ্গিয়ে অনৈতিক কাজ করলেই তাদেরকে বহিষ্কার করে আইনের হাতে তুলে দেওয়া হবে।

নৈহাটি ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএন পির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু , মোল্লা খায়রুল ইসলাম, কামরুজ্জামান টুকু এনামুল হক সজল,জেলা কমিটির সদস্য সুলতান মাহমুদ ,মল্লিক আব্দুস সালাম , এনামুল কবির, মোল্লা, রিয়াজুল ইসলাম, ইউ পি চেয়ারম্যান ও জেলা সদস্য আছাফুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।

নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওসার আলী, বটিয়াঘাটা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বিএনপি নেতা আনসার আলী বিশ্বাস, রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস হোসেন, শেখ আবু সাইদ, শেখ মামুন, আদনান হোসেন, লিটন তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, মাসুম বিল্লাহ,আবু মুসা, মুন্না সরদার, মাইনুল হাসানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অপরদিকে প্রধান অতিথি মাগরিব বাদ টিএসবি ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন পরিষদের সামনে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব আজিজুল ইসলামের পরিচালনায় এ সময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, সৈয়দ নিয়ামত আলী, শরিফুল ইসলাম খন্দকার, কাজী আব্দুল হাকিম, এডভোকেট তফসিরুজ্জামান, এইচ এম কামরুল ইসলাম, সৈয়দ কামরুজ্জামান নান্টু ,সাজ্জাদ সরদার, আলিম খান, খান অলিয়ার রহমান, হাফিজুর রহমান, শফিক ঢালী, তরিকুল ইসলাম রিপন, ইসরাইল বাবুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া ঈসা বাদ প্রধান অতিথি ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর এলাকায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!