সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে কলারোয়া উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রাম থেকে ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নের বাগাডাঙ্গা গ্রামের ইকরামুল ইসলাম ও রাসেল এবং বাকসা গ্রামের শাহিনুর রহমান।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা সীমান্তবর্তী বাগডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ইকরামুল, রাসেল ও শাহিনুরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৪৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের হাবিলদার শরীফ মাহবুব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃত শাহিনুর, ইকরামুল ও রাসেল একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানি গ্যাংয়ের সদস্য। তার প্রশাসনের নজরদারি এড়িয়ে কৌশলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদেরকে কলারোয়া থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।’
খুলনা গেজেট/এনএম