সাতক্ষীরা তালায় ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ দুই ভূমি কর্মকর্তাকে সাময়িক ভাবে বরখাস্ত করেছেন জেলা প্রশাসক। বুধবার (৯ জুলাই) দুপুরে তাদেরকে বরখাস্ত করা হয়। সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাময়িক বরখাস্তকৃত ইউনিয়ন ভূমি কর্মকর্তারা হলেন- সাতক্ষীরার তালা উপজেলা নগর কাটা ইউনিয়নের ভূমিক কর্মকর্তা আব্দুল মুকিত ও একই উপজেলার খেসরা ইউনিয়নের ভূমি কর্মকর্তা শিহাব আলী।
জানা যায়, ঘুষ ছাড়া কোন কাজ করতেন না সাতক্ষীরার তালা উপজেলা নগঘাটা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা আব্দুল মুকিত। এমন অভিযোগের ভিত্তিতে গত ২৭ মে তালার নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযানকালে ঘুষের টাকা সরিয়ে ডাস্টবিনে লুকিয়ে রাখেন ভূমি কর্মকর্তা আব্দুল মুকিত। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে কালীগঞ্জে বদলি করা হয়।
এদিকে গুণে গুণে ঘুষের টাকা নেয়ার অভিযোগে তালা উপজেলার খেশরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা শিহাব আলীকেও বরখাস্ত করা হয়েছে। তিনি প্রকাশ্যে অফিসে বসে ঘুষের টাকা গ্রহণ করতেন এবং সবার সামনে টাকা গুনে নিতেন।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম জানান, দুইজন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান থাকবে।
সংশ্লিষ্ট দুটি ভূমি অফিসে কাজ করতে গিয়ে তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন ব্যক্তিদের তদন্তকারী কর্মকর্তাদের নিকট লিখিতভাবে জানানোর আহ্বানও জানান তিনি।
খুলনা গেজেট/এএজে