সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযানে একটি বাংলাদেশী ট্রাকসহ প্রায় কোটি টাকার ভারতীয় মালামালসহ তিন জনকে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোমরা স্থল বন্দরের ফলমোড় এলাকাসহ গাজীপুর, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, ঘোনা, চান্দুরিয়া, মাদরা, পদ্মশাখরা সীমান্তে এসব অভিযান পরিচলানা করা হয়।
আটককৃত তিনজন হলো, পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামের মো. মঈন উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান (২৭) এবং সাতক্ষীরার ভোমরা গ্রামের জিয়াদ আলীর ছেলে মো. তরিকুল ইসলাম (২০) সহ একজন মাদক ব্যবসায়ি।
বিজিবি সূত্র জানা যায়, ভোমরা স্থল বন্দরের ফলমোড়ে একটি ট্রাক তল্লাসী করে ৭ বোতল ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনাসহ মেহেদী হাসান ও তরিকুল ইসলামকে আটক করে বিজিবি। আটককৃত ট্রাকটি (ঢাকা মেট্রো-উ-১১-৭৭৭৭) ভোমরা আইসিপি দিয়ে বাংলাদেশী রপ্তানীকৃত পণ্য ভারতে পৌছে দিয়ে ফেরত আসার সময় অবৈধভাবে চিংড়ি মাছের রেনুপোনা আনায়ন করে। ট্রাকসহ আটককৃত রেনুপোনার মূল্য ৮৪ লাখ ২০ হাজার টাকা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. আশরাফুল হক জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
খুলনা গেজেট/এএজে