আগামী ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ইভিএমের মক ভোট। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে পৌরসভার ৩৭টি ভোট কেন্দ্রে দুটি করে ইভিএম মেশিনের মাধ্যমে অনুষ্ঠিত এ ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।
মক ভোটিংয়ে সব প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার উপস্থিত থেকে মক ভোট সম্পন্ন করেছেন।
সাতক্ষীরা জেলা নির্বাচন ও রিটানিং অফিসার মোঃ নাজমুল কবির জানান, “আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন নারী ও সাধারন কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৮৯ হাজার ২২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ৪৫ হাজার ৮০৬ এবং পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮জন।”
খুলনা গেজেট/এমএইচবি