“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার (৮ মার্চ) বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থা,সাতক্ষীরার যৌথ আয়োজনে সাতক্ষীরা কালেক্টরেট চত্বওে থেকে শহওে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান। র্যালীটি শহরের প্রধান প্র্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সদর থানা ওসি (তদন্ত) নজরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এডভোকেট শাহনেওয়াজ পারভীন মিলি, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সাতক্ষীরা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত, কিশোরী প্রতিনিধি বৈশাখী সুলতানা, উত্তরণের প্রজেক্ট অফিসার নাজমিন নাহার, সিডো সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচব শেখ মোসফিকুর রহমান মিল্টন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত ও তাসলিমা খাতুন।
খুলনা গেজেট/ এসজেড