সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বিজয়ের হাসি হেসেছেন মামা-ভাগ্নে ও বেয়াই ও বেয়াইন। নির্বাচিত মামা হলেন সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডে ৫ম বারের মতো কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা। তিনি ডালিম প্রতীকে ৪৭১২ ভোট পেয়ে নির্বাচিত হন। কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা’র আপন ভাগ্নে মোঃ কায়ছারুজ্জামান হিমেল পৌরসভার ১নং ওয়ার্ডে প্রথম বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছে। তিনি স্ক্রু ড্রাইভার প্রতীকে পেয়েছেন ২০০৯ ভোট।
এদিকে বেয়াই-বেয়াইন দু’জনই বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নির্বাচিত বেয়াই হলেন, সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো নির্বাচিত কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। তিনি পানির বোতল প্রতীকে ৩২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, সাতক্ষীরা পৌরসভার সংরক্ষিত ১নং ওয়ার্ডে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র বেয়াইন নূরজাহান বেগম। জবাফুল প্রতীকে তিনি পেয়েছে ১১৮৮৫ ভোট। নির্বাচিত জাহাঙ্গীর হোসেন কালু এবং নূরজাহান বেগম দুজন সম্পর্কে বেয়াই-বেয়াইন। ২০১৬ সালে কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর মেয়ের সাথে নূরজাহান বেগমের ছেলের বিয়ে হয়। নূরজাহান বেগমের স্বামী মরহুম এবাদল্লাহ (বায়দুল্লাহ) সাতক্ষীরা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কয়েক বার নির্বাচিত কাউন্সিলর ছিলেন। প্রসঙ্গতঃগত ১৪ ফেব্রুয়ারি উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/ টি আই