ইমার্জিং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ জয় পেলো বাংলাদেশ। আজ (শনিবার) ব্যাটে-বলে দাপট দেখিয়েই ওমানকে হারালো টাইগাররা। ম্যাচের প্রথম অংশে বল হাতে তাণ্ডব চালান টাইগার পেসার তানজিম হাসান সাকিব। পরে ছোট লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে ঝড় তোলেন তানজিদ হাসান তামিম। এতে ওমান ‘এ’ দলের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ ‘এ’ দল।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ওমানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান। ৪৬ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে ওমান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ বলে ২৬ রান করেন আয়ান খান। বাংলাদেশের হয়ে একাই ৪ উইকেট নেন তানজিম হাসান সাকিব। জবাবে ১৬ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৪৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম।
৯ ওভারের স্পেলে মাত্র ১৮ রানে চার উইকেট নেয়া সাকিবের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।
মাহমুদুল হাসান জয় ও রাকিবুল হাসান নেন দুটি করে উইকেট।
আসরের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার দেখেছিল বাংলাদেশ।
খুলনা গেজেট/ বিএম শহিদ