খুলনা, বাংলাদেশ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় বাবা ও ছেলে নিহত
  বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প, আগস্ট থেকে কার্যকর

পাল্লেকেলেতে ইতিহাস গড়তে যে একাদশে নামতে পারে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। কলম্বোতে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতায় ফিরেছে টাইগাররা। এবার পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। আজকের ম্যাচ জিতলেই ইতিহাস লিখবে বাংলাদেশ। এর আগে ২০১৩ ও ২০১৭ সালে দুটি সিরিজ ড্র করেছিল টাইগাররা। তবে ঘরের মাঠে সিরিজ হার এড়াতে মরিয়া থাকবে শ্রীলঙ্কাও। তাই লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচটা যে সহজ হবে না, তা বলার অপেক্ষা রাখে না।

সিরিজের শেষ ম্যাচের আগে খুব একটা বিশ্রাম পায়নি বাংলাদেশ। আগের ম্যাচগুলোর মতো এটিও দিবারাত্রির হওয়ায় ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করেছে মিরাজরা। দুই বছর আগে পাল্লেকেলেতে খেলার অভিজ্ঞতা আছে স্কোয়াডের ছয় ক্রিকেটারের। যদিও সেবার জয় পায়নি বাংলাদেশ। সে ম্যাচে একাই লড়েছিলেন নাজমুল হোসেন শান্ত।

ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের মধ্যে জুটি গড়ে উঠলে এবং নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারিরা ভালো করলে তখন রেকর্ড বদলে দেওয়ার সুযোগ থাকবে। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় উরুর পেশিতে চোট পাওয়া শান্ত শেষ পর্যন্ত না খেললে কপাল খুলতে পারে নাঈম শেখের।

পাটোয়ারি গত ম্যাচে ব্যাটিং ও বোলিং– দুই বিভাগে ভালো করায় ছন্দে না থাকা লিটনের এ ম্যাচেও ফেরা হবে না। মেডিকেল প্রোটোকল অনুযায়ী ফাস্ট বোলার তাসকিন আহমেদ শেষ ওয়ানডেতে খেলবেন, বাদ পড়বেন হাসান মাহমুদ। স্পিন বিভাগ নিয়ে মধুর সমস্যা আছে টিম ম্যানেজমেন্ট। বাঁহাতি তানভীর ইসলাম সিরিজে ফেরার ম্যাচে পাঁচ উইকেট নিয়ে একাদশে জায়গা পাকা করেছেন।

মিরাজ ভালো না করলেও খেলবেন ক্যাপ্টেন্স কোটায়। তাতে লেগ স্পিনার রিশাদ হোসেনের ফেরার সুযোগ কমে যাবে। অবশ্য পিচের বৈশিষ্ট্যের কারণে দুই পেসার খেলালে রিশাদের সুযোগ হতে পারে। সেই সঙ্গে পাটোয়ারিকে বিকল্প স্পিনার হিসেবে প্রেমাদাসার মতো কাজে লাগাতে পারবেন অধিনায়ক; যদিও ভালো ট্র্যাকে ভালো করতে লাগবে প্রতিষ্ঠিত স্পিনার।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত/নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!