খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে হিরু রোববার দুপুরে শহীদ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বিকাল ৫ টার দিকে সাংবাদিক একে হিরুর মরদেহ খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হল চত্বরে আনা হবে, সেখানে গার্ড অব অনার এবং শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর নামাজে জানাজা বাদ মাগরিব মুসলমান পাড়া দারুল উলুম মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে। পরে নিরালা কবরস্থানে দাফন করা হবে।
তিনি গত কয়েক বছর ধরে কিডনি রোগে আক্রান্ত। অসুস্থ হওয়ার পর থেকে প্রতিমাসেই নিয়মিত তার কিডনি ডায়ালাইসিস চলছিল। প্রায় এক মাস আগে হঠাৎ ব্রেনষ্টোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালের আইসিইউ বিভাগের ৯ নম্বর বেডে চিকিৎসাধিন ছিলেন। তার অবস্থা সংকটাপন্ন ছিল।
তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা গ্রামে। তিনি দীর্ঘদিন খুলনাতে বসবাস করতেন। খুলনা প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি নি:সন্তান।
খুলনা গেজেট/এনএম