খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  রিসেট বাটন বলতে ৭১ এর গর্বিত ইতিহাস নয় দূর্নীতিগ্রস্থ রাজনীতি মুছে নতুন সূচনার কথা বলেছেন ড. ইউনূস : প্রেস উইং
  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

সরকারী ভাবে পাটকল চালু ও শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধের দাবি

নিজস্ব প্রতি‌বেদক

বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত পাটকল অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালু এবং ঈদের আগে শ্রমিক-কর্মচারীদের সকল বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে পাট সুতা বস্ত্র কল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। পরিষদ নেতারা দীর্ঘ ২২মাসে শতভাগ শ্রমিকদের বকেয়া শোধ না হওয়া ও মিল চালুতে কোন উদ্যোগ না থাকায় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে দায়ী করেন। একই সাথে অপসারণ দাবি করেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, পাট, সুতা বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ খুলনা যশোর আঞ্চলিক কমিটির আহবায়ক মোঃ হারুনুর রশিদ মল্লিক।

বক্তব্যে তিনি বলেন, লোকসানের অজুহাত দেখিয়ে ২০২০ সালের ৩০ জুন দেশের রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধ করার ঘোষণা দেয়া হয়। ঘোষণা মোতাবেগ ২ জুলাই মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। বলা হয়েছে ৪৪ বৎসরে পাটকলগুলি ১০ হাজার ৬০০ কোটি টাকা লস করেছে। যদিও দেশের অন্যান্য কোন কোন সংস্থায় সরকার বৎসরে ৫০/৬০ কোটি টাকা ভর্তুকী দিচ্ছে। সুতরাং উপরোক্ত খাত বন্ধ করার জন্য এটি অজুহাত মাত্র। আর যার দায় কৌশলে শ্রমিকদের উপর চাপানো হয়েছে। অথচ ব্যবস্থাপনা, ক্রয়-বিক্রয় কোনটির সাথে শ্রমিক জড়িত নয়।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু যথার্থভাবেই এই খাতকে রাষ্ট্রায়ত্ব করেছিলেন। আজ সেটাকে ভুল প্রমানের জন্য একটি শ্রেণী উঠে পড়ে লেগেছে। তখন বলা হয়েছিলো দুই মাসের মধ্যে সকল পাওনা পরিশোধ করা হবে এবং ৩ মাসের মধ্যে মিলগুলি আধুনিকায়ণ করে চালু করা হবে। কিন্তু বন্ধের পর ২২ মাস হতে চললো এখনো সকল পাওনা পরিশোধ হয়নি ও মিলগুলিও চালু হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ সোহরাব হোসেন, মোঃ খলিলুর রহমান, আঞ্চলিক কমিটির যুগ্ম সচিব মোঃ আলাউদ্দিন, গাজী মোঃ মাসুম, আব্দুর রশিদ, মোঃ আমিরুল ইসলাম সরদার, মোঃ কামরুজ্জামান, মোহাম্মদ ইউসুফ গাজী আব্দুল রউফ প্রমুখ।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!