খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের গিলাবাড়ি (কুচির) মোড় এলাকায় সন্তানদের সামনে মাকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় ভিকটিমের পিতা আব্দুল গফফার গাজী বাদী হয়ে ১৪ জনের নামে কয়রা থানায় মামলা দায়ের করে। ওই মামলায় ৪ জনকে আটক করে পুলিশ।
আজ রবিবার (১৭ জুলাই) আটককৃত ৪ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেন থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইব্রাহিম আলী। পরে আদালত আটককৃত ৪ আসামি আরাফাত হোসেন, সাইদুর রহমান, আফছার গাজী ও আখফর হোসেন গাজীর রিমান্ডের জন্য আগামী ২১ জুলাই শুনানির দিন ধার্য্য করেন।
অপরদিকে, মামলার ৯ আসামি আজ কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে আদালত শুনানী শেষে সকলের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত আসামিরা হলো নুর আলম, শফিকুল ইসলাম গাজী, রফিকুল ইসলাম গাজী, লিয়াকত গাজী, সালাউদ্দিন গাজী, খোকন গাজী, নাসরিন সুলতানা, সাবিনা আক্তার ও আব্দুল মালেক গাজী। তবে এই মামলার ১ নং আসামি আব্দুল খালেক গাজী এখনও পলাতক রয়েছে।
কয়রায় সন্তানদের সামনে মাকে গাছে বেঁধে মধ্যযুগীয় নির্যাতন (ভিডিও)
খুলনা গেজেট/ টি আই