খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি
আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি গ্রহণ

শেখ হাসিনার দৃঢ়তা ও প্রত্যয়ের ফসল পদ্মা সেতু : খালেক

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাঙালি জাতির দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেমন জাতি ১৯৭১ সালে বিজয় ছিনিয়ে এনেছিল। ঠিক তেমনি তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসম্ভবকে সম্ভব করেছে। পঁচিশে জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। শত্রুর মুখে ছাই দিয়ে শেষ পর্যন্ত বাঙালির স্বপ্নের মিনার-পদ্মা সেতু চালু হতে যাচ্ছে। এটি নিশ্চয়ই নিছক স্টিলের কোনো কাঠামো নয়, পদ্মা সেতু আমাদের আবেগের নাম। জাতীয় অহংকার ও সাহসের আরেক নাম। সক্ষমতার প্রতীক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ়তা ও প্রত্যয়ের ফসল পদ্মা সেতু।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ২৫ জুন পদ্মা সেতুর শুভ উদ্বোধন সফল করতে আমাদের সর্বাত্বকভাবে সহায়তা করতে হবে। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে পদ্মা সেতু উপহার দেয়ায় তিনি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রবিবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান।

এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শেখ মোশারাফ হোসেন, অধ্যা. রুনু ইকবাল, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, বীর মুুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, রনজিত কুমার ঘোষ, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর এস এম মোজাফফর রশীদি রেজা, কাউন্সিলর মোহাম্মদ আলী, কাউন্সিলর শামসুদ্দিন আহমেদ প্রিন্স, কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন, মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর আব্দুস সালাম, কাউন্সিলর ইমাম হোসেন চৌধুরী ময়না, কাউন্সিলর গোলাম মওলা সানু, কাউন্সিলর আরিফুল ইসলাম মিঠু, কাউন্সিলর ডালিম হাওলাদার, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর সাহিদা বেগম, কাউন্সিলর মনিরা খাতুন, মো. আমির হোসেন, এ্যাড. মো. ফারুক আহমেদ, আব্দুল হাই পলাশ, বাদল সরদার বাবুল, ফেরদৌস হোসেন লাবু, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, চ. ম মুজিবর রহমান, মো. জাহিদুল হক, মনিরুল ইসলাম তরফদার, মফিজুর রহমান জিবলু, মো. নুর ইসলাম, আব্দুস সাত্তার লিটন, মো. সফিউল্লাহ, কাজী এনায়েত আলী আলো, শেখ জাহিদুল ইসলাম, মো. ইকবাল হোসেন, আব্দুর রউফ মোড়ল, সরদার আব্দুল হামিদ, মো. আছিফুর রশীদ আছিফ, শেখ খসরুল আলম, শেখ মফিজুর রহমান হিরু, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, শেখ আবিব উল্লাহ, মো. জাকির হোসেন, শেখ সেলিম মুন্সি, কাজি জাকারিয়া রিপন, সরদার আব্দুল হালিম, আতাউর রহমান শিকদার রাজু, মো. নজরুল ইসলাম, এ্যাড. শামীম মোশাররফ, মো. ফয়েজুল ইসলাম টিটো, মো. মাকসুদ হাসান পিকু, মো. আব্দুল হক, এস এম মনিরুজ্জামান মুকুল, শেখ ওহিদুল ইসলাম, মো. হারুনুর রশীদ, মো. সিহাব উদ্দিন, মো. ওহিদুল ইসলাম পলাশ, সৈয়দ কিসমত আলী, মো. জাকির হোসেন, খ. ম. লিয়াকত আলী, শেখ আসলাম আলী, জিয়াউল আলম খান, মো. শাহজাহান জমাদ্দার, মীর মো. লিটন, মো. ইউসুফ আলী খান, মো. রেজাউল শেখ, মো. জাফর ইকবাল মিলন প্রমূখ।

সভায় ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচী মধ্যে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান এবং সকাল ৯টায় সদর ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে। সেই সাথে নগরীর প্রত্যেকটি ওয়ার্ড অফিস আলোকসজ্জা করার সিদ্ধান্ত গৃহীত হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!