খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

শেখ রাজ্জাক আলীর ৭ম মৃত্যুবার্ষিকীতে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক

খুলনা লায়ন্স ক্লাবের আয়োজনে বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার, খুলনা সিটি ল’ কলেজের প্রাক্তন প্রিন্সিপাল এবং খুলনা লায়ন্স ক্লাবের প্রাণপুরুষ সাবেক প্রেসিডেন্ট লায়ন এ্যাড. শেখ রাজ্জাক আলী’র সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার দিনব্যাপী চিকিৎসা ফ্রি চক্ষুসেবা প্রদান করা হয়। ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন লায়ন ডাঃ সাহানা রাজ্জাক আলী, এমজেএফ।

উদ্বোধন অনুষ্ঠানে খুলনা লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন কুদরত-ই-খুদা, এমজেএফ-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন মনোয়ারা বেগমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন শরৎ কুমার মুন্ধড়া, লায়ন মোঃ ফেরদৌস আলম ফরাজী, লায়ন ডাঃ বোরহানউদ্দিন আহমেদ, লায়ন গালিব কাপাডিয়া এমজেএফ, লায়ন এ্যাড. মিনা মিজানুর রহমান, লায়ন ডাঃ শাহীন নওরোজী, লায়ন সুমাইয়া নাসরীন, লায়ন রমা রহমান প্রমুখ।

উক্ত ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ লায়ন ডাঃ মনোজ কুমার দাশ, ডাঃ নাসির মাহমুদ বাপ্পী, ডাঃ আরিফ হোসেন ও মেডিকেল টেকনিশিয়ান সচ্চিদানন্দ বিশ্বাস। ক্যাম্পে প্রায় ৩৫০ অধিক চক্ষুরোগীকে ফ্রি চক্ষু পরীক্ষা, চোখের পাওয়ার দেখা ও প্রেসক্রিপশন দেয়া হয়। উক্ত ক্যাম্প বাছাইকৃত রোগীদের ৮ জুন ছানি অপারেশন এবং ৯ জুন অপারেশন রোগীদের চোখের চশমা ও ফ্রি ঔষধ প্রদান করা হবে।

 

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!